বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

‘ধাড়কান’ এর ২৫ বছরে নস্টালজিক সুনিল শেঠী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১২:১৭ পিএম

পূর্ণ হলো বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ধাড়কান’ মুক্তির ২৫ বছর । ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি আজও দর্শকের মনে গেঁথে আছে এর শক্তিশালী গল্প, অভিনয় এবং মন ছুঁয়ে যাওয়া গানের জন্য।

সিনেমার মূল চরিত্রগুলোর মধ্যে অন্যতম ছিল সুনীল শেঠি অভিনীত ‘দেব’। দেব ছিল একজন দরিদ্র যুবক, যে ধনী পরিবারের মেয়ে অঞ্জলির (শিল্পা শেঠি) প্রেমে পড়েছিল। কিন্তু অঞ্জলির বাবা তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় অঞ্জলিকে বিয়ে করতে হয় রামকে (অক্ষয় কুমার)। এরপর ৩ বছর পর হঠাৎ দেব ফিরে আসে তবে এবার সে অঞ্জলি এবং রামের চেয়েও অনেক বেশি ধনী।

সিনেমাটি মুক্তির পর থেকেই এই বিষয়টি নিয়ে দর্শকরা প্রায়শই মজা করে থাকেন। কিভাবে মাত্র ৩ বছরে একজন দরিদ্র যুবক এতো ধনী হয়ে গেল? প্রশ্নটি ইন্টারনেটে একটি জনপ্রিয় মিম ও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সম্প্রতি ‘ধাড়কান’ এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সুনীল শেঠিকে এই বহুল আলোচিত প্রশ্নটি করেন। মজার ছলে সুনীল শেঠি এর উত্তরে বলেন- ‘হ্যাঁ, আমি জানি যে দর্শকরা প্রায়শই এই প্রশ্নটা করে। আমার মনে হয় চরিত্রটি একটু দূরদর্শী ছিল (হাসি)। এখন তো প্রথম বছরেই অনেকে ইউনিকর্ন (১ বিলিয়ন ডলারের বেশি মূল্যের স্টার্টআপ) তৈরি করে ফেলে। দেব তখন ৫০০ কোটি টাকা আয় করেছিল, আর এখনকার ছেলে-মেয়েরা ৫০০০ কোটিও আয় করে ফেলে’।

সুনীল শেঠি আরও বলেন- হয়তো দেবের একটি স্টার্টআপ ছিল যেটা স্বাস্থ্য অথবা হাঁটাচলার সঙ্গে সম্পর্কিত! তিনি আরও জানান এই সিনেমা সম্পর্কিত মিমগুলো তিনি খুবই উপভোগ করেন। এ সম্পর্কে তিনি বলেন- ‘আজকের দিনে এমন ঘটনা সম্ভব। দেব তো এখন ৫০,০০০ কোটি টাকাও আয় করতে পারে’!

সাক্ষাৎকারে সুনীল শেঠি তার জন্মদিন এবং ‘ধাড়কান’ সিনেমার সাফল্য নিয়েও কথা বলেন। তিনি বলেন- তিনি সাধারণত নিজের জন্মদিন নিয়ে খুব বেশি হইচই পছন্দ করেন না। তবে ‘ধাড়কান’ তার জন্য একটি বিশেষ ছবি কারণ একজন অ্যাকশন হিরো হিসেবে রোমান্টিক চরিত্রে প্রশংসা পাওয়া তার কাছে অনেক বড় ব্যাপার। বিশেষ করে যখন নারীরা এসে তার এই চরিত্রের প্রশংসা করেন, তখন তা একজন অভিনেতার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার