
'ধূমকেতু' মুক্তির একদিন আগে লাল শাড়ি-পাঞ্জবিতে মন্দিরে গেলেন তারকাজুটি দেব-শুভশ্রী। 'ধূমকেতু' তাদের বিচ্ছেদের পরের ছবি। তারপর আর কখনও কোনও ছবিতে তাদের একসঙ্গে দেখা যায়নি। শুধু তাই নয়। এই ৯ বছরে একসঙ্গে কোনও অনুষ্ঠানে তাদের সেভাবে দেখা যায়নি, কেবল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া। শুরু হয়েছে 'ধূমকেতু'র অগ্রিম টিকিট বিক্রি। টালিউড দুনিয়ায় ঝড় বয়ে যাচ্ছে সিনেমার টিকিট বিক্রিতে। একদিকে প্রিয় জুটিকে নতুন করে পাওয়ার খুশি অন্যদিকে তাদের কাঙ্খিত সিনেমা মুক্তি।
ছবি মুক্তির আগে নৈহাটির মন্দিরে গিয়েছেন দেব-শুভশ্রী। তবে সেখানে তাদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল। অনেকে ভেবেছিলেন তারা আলাদা যাবেন, আবার অনেকে তাদের একসঙ্গে দেখতে পাবেন সেই আশায় ছিলেন। সেই সব আলোচনার অবসান ঘটিয়ে মন্দিরে একসঙ্গে ধরা দিলেন দেব-শুভশ্রী। পাশাপাশি আসনে বসে থাকতে দেখা যায় তাদের। লাল পাঞ্জাবি আর লাল শাড়িতে ধরা দিলেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি। 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ ইভেন্টে সকলের সেই আশা পূরণ করেছিলেন দেব-শুভশ্রী। তাদের মধ্যে জমে থাকা সব মান অভিমান সরিয়ে এক মঞ্চে এসে দাঁড়িয়েছিলেন হাসি মুখে। সেই সন্ধ্যা যে এক নতুন ইতিহাস আর বন্ধুত্বের সাক্ষী হয়েছিল তা তো বলাই বাহুল্য।
মন্তব্য করুন