
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের কেনেডি সেন্টার সম্মাননার জন্য অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন, রক ব্যান্ড কিস সহ আরও কয়েকজন বিশিষ্ট শিল্পীর নাম ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি নিজে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজক হবেন বলেও জানিয়েছেন।
বুধবার পারফর্মিং আর্টস সেন্টারে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন। এবারের সম্মানিতদের তালিকায় আরও রয়েছেন কান্ট্রি সংগীতশিল্পী জর্জ স্ট্রেইট, ব্রিটিশ অভিনেতা ও কমেডিয়ান মাইকেল ক্রফোর্ড এবং সংগীতশিল্পী গ্লোরিয়া গেইনর।
ট্রাম্প বলেন- ‘৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা প্রাপকরা অসাধারণ ব্যক্তিত্ব, একটি অবিশ্বাস্য দল। কেনেডি সেন্টার সম্মাননা উদযাপন করার জন্য আমরা অপেক্ষা করছি’।
এ বছরের কেনেডি সেন্টার সম্মাননা প্রাপকরা হলেন প্রথম দল যাদেরকে ট্রাম্প কেনেডি সেন্টারের বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি ট্রাম্প এই সম্মাননা অনুষ্ঠানটি প্রযোজনাও করছেন যা পারফর্মিং আর্টসের মাধ্যমে আমেরিকান সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেয়।
প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৭ সালে বেশ কয়েকজন সম্মাননা প্রাপকের প্রকাশ্য সমালোচনার পর কেনেডি সেন্টার সম্মাননা অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত ছিলেন। এ বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প ঘোষণা করেন তিনি কেনেডি সেন্টারের বোর্ডের প্রধান হিসেবে ‘সর্বসম্মতিক্রমে’ নির্বাচিত হয়েছেন। এই ঘোষণার আগে তিনি তার পূর্বসূরি জো বাইডেনের নিয়োগ করা বোর্ড সদস্যদের সরিয়ে দেন যা বিতর্কের জন্ম দেয়।
এ বছরের শুরুতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছিলেন- ‘আর কোনো ড্র্যাগ শো বা অন্য কোনো আমেরিকান বিরোধী প্রোপাগান্ডা চলবে না, শুধুমাত্র সেরাটাই চলবে’।
প্রতি বছর ডিসেম্বরে ওয়াশিংটন ডি.সি.-তে অনুষ্ঠিত হয় কেনেডি সেন্টার সম্মাননা অনুষ্ঠান যা চ্যানেল সিবিএস এ সম্প্রচারিত হয়। গত বছর সম্মাননা প্রাপকদের মধ্যে ছিলেন চলচ্চিত্র নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা, গ্রেইটফুল ডেড ব্যান্ড, সংগীতশিল্পী বনি রাইট, জ্যাজ সংগীতশিল্পী আরতুরো স্যান্ডোভাল এবং অ্যাপোলো থিয়েটার।
মন্তব্য করুন