মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চলচ্চিত্রের উন্নয়নে বিএফডিসি সকল প্রযুক্তিগত সহায়তা দেবে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৩:২৯ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৭:৩৮ এএম

চলচ্চিত্রের উন্নয়নে বিএফডিসি সকল প্রযুক্তিগত সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগে নিতে হবে। বিশেষ করে প্রামাণ্য চলচ্চিত্রের উন্নয়নে বিএফডিসি সকল প্রকার প্রযুক্তিগত সহায়তা দেবে।

এশিয়ার অন্যতম ডকুমেন্টারি কো-প্রোডাকশন প্রজেক্ট মার্কেট ঢাকা ডকল্যাব-এর নবম আসরের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাসুমা রহমান তানি এ কথা বলেন। ১৬ আগষ্ট শনিবার এ আয়োজনের সমাপনী হয়। অনলাইনে দশ দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে মেন্টরিং, ওয়ান টু ওয়ান মিটিং এবং পিচিং সেশন শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফেকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান। হাইব্রিড ফর্ম্যাটে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা ডকল্যাব পরিচালক তারেক আহমেদ। বক্তব্য রাখেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক আকরাম খান, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য রফিকুল আনোয়ার রাসেল এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাটক ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জাহির। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দেশের খ্যাতিসম্পন্ন প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, পরিবেশক, উৎসব পরিচালক এবং আন্তর্জাতিক ডকুমেন্টারি ল্যাবের ক্রিয়েটিভ হেড সহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারী নির্মাতারা অনলাইনে যোগ দেন।

বাংলাদেশে প্রামাণ্যচিত্র নির্মাতাদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম ঢাকা ডকল্যাব। যেখানে দেশ বিদেশের তরুণ ও উঠতি নির্মাতারা তাদের প্রকল্প উপস্থাপন ও বিভিন্ন সংস্থার সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পান। পরিবর্তিত পরিস্থিতি ও অনুষ্ঠান আয়োজনের আর্থিক অনিশ্চিত অবস্থার কারনে এ বছর ঢাকা ডকল্যাবের নবম আসর সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হয়। ৩ থেকে ১৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালা ও পিচিং সেশনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইনস, মালয়েশিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও ইউক্রেনসহ নয়টি দেশের নির্মাতারা ১৭টি চলচ্চিত্র নির্মাণ প্রকল্প নিয়ে অংশ গ্রহণ করেন।

প্রসঙ্গত, সমাপনী অনুষ্ঠানে যে সব নির্মাতা তাদের প্রকল্পের জন্য পুরস্কৃত হোন তাদের মধ্যে ডকএজ নিউজিল্যান্ড অ্যাওয়ার্ড: ব্লু কলারস ফ্রম দ্য ফ্রন্টলাইন (বাংলাদেশ) নির্মাতা চিত্ত আনন্দী এবং প্রভা (ভারত) নির্মাতা বিনিতা নেগি, ইউরোডক অ্যাওয়ার্ড: মান্ত্রা অফ দ্য ম্যানগ্রোভস (বাংলাদেশ) নির্মাতা তায়রান রাজ্জাক। এ পুরস্কারের অংশ হিসেবে নির্মাতারা উপরে উল্লিখিত ল্যাব ও উৎসবের পিচিং সেশনে আগামী বছর অংশগ্রহনের সুযোগ পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট