বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

যে কারণে ফের আলোচনায় সোনাম খন্দকার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৭:৪৯ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৯:২১ এএম

বিরতি ভেঙ্গে গ্ল্যামার দুনিয়ায় ফের সরব হচ্ছেন অত্যন্ত সম্ভাবনাময় এই মডেল। আবার ক্যামেরার সামনে আসছেন ফেস অব বাংলাদেশ এবং ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগি। একাধিক প্রতিযোগিতায় অংশ নেয়ার পাশাপাশি ইয়োলোসহ অনেক নামী দামী পোশাক প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করে পরিচিতি পেয়েছিলেন। র‌্যাম্পে নিয়মিত হেটেছেন এক সময়। সেই সুবাধে আলোচনায় ছিলেন। তবে এক সময় অনিয়মিত হয়ে পড়েন তিনি। তবে আশার কথা আবার স্বরূপে ফিরছেন তিনি। নিয়মিত হচ্ছেন কাজে। র‌্যাম্পসহ বিভিন্ন ফটোশুটে অংশ নিচ্ছেন। এছাড়া একাধিক নাটক বা টেলিফিল্মে অভিনয়ের কথা চলছে। অচিরেই হয়তো যুক্ত হবেন এসব কাজের সঙ্গে। যাকে নিয়ে নতুন করে ফের আলোচনা শুরু হয়েছে, তার নাম সোনাম খন্দকার।

জানা যায় মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সোনাম খন্দকার। ফ্যাশন দুনিয়ায় তার আত্মপ্রকাশ ছিল চোখে পড়ার মতো। বিজ্ঞাপন, র‌্যাম্প এবং ফটোশুটে একের পর এক উল্লেখযোগ্য কাজের মাধ্যমে তিনি অল্প সময়েই নজর কেড়েছিলেন দর্শক ও নির্মাতাদের।তবে হঠাৎ করেই মিডিয়ার আলো-ঝলমলে জগৎ থেকে বিরতি নেন তিনি। ব্যক্তিগত কারণে কয়েক বছরের বিরতি নিলেও, সোনাম সবসময়ই বলেছেন-ক্যামেরার সামনে ফেরার ইচ্ছে কখনোই হারায়নি। এবার সেই ইচ্ছেটাকেই বাস্তবে রূপ দিলেন তিনি। বিরতি ভেঙে আবার ফিরেছেন শোবিজের জগতে। ইতোমধ্যেই একটি ফ্যাশন হাউজের নতুন ক্যাম্পেইনে কাজ করেছেন। তিনি জানিয়েছে চলতি অচিরেই একটি টেলিভিশন বিজ্ঞাপনেও দেখা যাবে তাকে। সোনাম বলেন, বিরতির সময়টা আমাকে নিজেকে নতুন করে চিনতে শিখিয়েছে।

এবার আর শুধু ফিরে আসা নয়-নিজেকে প্রমাণ করার সময়। তার এই প্রত্যাবর্তন নিয়ে ইতোমধ্যেই মিডিয়া ও ফ্যাশন মহলে আলোচনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, সোনাম আবারও সেই পরিচিত ছন্দে ফিরছেন, যেখানে তার প্রতিটি কাজে উপস্থিতি ছিল অনন্য এবং আত্মবিশ্বাসে ভরা। যেন তিনি বুঝিয়ে দিতে চেয়েছে বিরতি নিলেও এবার শুধু এগিয়ে যাওয়ার পালা। সংগ্রামি মানুষদের এগিয়ে যাওয়া ছাড়া পিছু হঠার উপায় নেই যে!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার