
কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবার পরিচালকের ভূমিকায়। নেটফ্লিক্স এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে নির্মিত হতে চলেছে এক ভিন্নধারার সিরিজ, নাম ‘দ্য ব্যাস্টার্ডস অফ বলিউড’।
গতকাল (১৭ আগস্ট) সিরিজটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরই সাড়া পড়ে গেছে বলিউড পাড়ায়। এর মাধ্যমে পরিচালক হিসেবে আরিয়ানের অভিষেক হলো।
প্রকাশিত টিজারে আরিয়ানের কণ্ঠস্বর তাঁর বাবা শাহরুখ খানের ‘মহব্বতে’ ছবির রোমান্টিক আবহের কথা মনে করিয়ে দিলেও মুহূর্তেই তা বদলে যায় এক তীক্ষè ও ব্যতিক্রমী মেজাজে। এই কণ্ঠটি শাহরুখের মতো মনে হলেও এর উপস্থাপনা এবং এর মাধ্যমে যে বার্তা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ আরিয়ানের নিজস্ব এবং অনন্য এক শৈলীর পরিচয় বহন করে।
টিজারের শেষে জানানো হয়েছে সিরিজটির একটি বিস্তারিত প্রিভিউ ২০শে আগস্ট মুক্তি পাবে। আরিয়ানের এই প্রথম প্রজেক্ট শুধু তাঁর ব্যক্তিগত মাইলফলকই নয় এটি বলিউডে একটি নতুন এবং সাহসী গল্পের ধারা তৈরির ইঙ্গিত দিচ্ছে।
মন্তব্য করুন