মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বক্স অফিসে শীর্ষস্থান ধরে রেখেছে ‘উইপনস’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৪:২৬ পিএম

বক্স অফিসে নিজেদের দাপট অব্যাহত রেখেছে ওয়ার্নার ব্রাদার্সের হরর ছবি ‘উইপনস’, যা দ্বিতীয় সপ্তাহেও শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে ইউনিভার্সালের নতুন অ্যাকশন সিক্যুয়েল ‘নোবডি ২’ তৃতীয় অবস্থানে থেকে তাদের যাত্রা শুরু করেছে।

বব ওডেনকার্ক অভিনীত ‘নোবডি ২’ ছবিটি গত শুক্রবার এবং প্রিভিউ স্ক্রিনিং থেকে ৩,২৬০টি প্রেক্ষাগৃহ থেকে ৩.৮ মিলিয়ন ডলার আয় করেছে। যদিও এটি ২০১৫ সালের প্রথম ছবির উদ্বোধনী দিনের আয় ২.৫ মিলিয়ন থেকে বেশি তবে সে সময় কোভিড মহামারীর কারণে বক্স অফিসের পরিস্থিতি ভিন্ন ছিল।

‘নোবডি ২’ এর প্রযোজনা খরচ ২৫ মিলিয়ন ডলার যা প্রথম ছবির ১৬ মিলিয়ন থেকে বেশি। সমালোচকদের ইতিবাচক রিভিউ এবং দর্শকদের ‘বি+’ সিনেমা স্কোর রেটিং সত্ত্বেও ছবিটি প্রত্যাশামাফিক সাফল্য পাচ্ছে না। সাপ্তাহিক ছুটির শেষে এর আয় দাঁড়াতে পারে ৯.৪ মিলিয়ন ডলার যা পূর্ববর্তী ১০ মিলিয়ন ডলারের লক্ষ্যের চেয়ে কম।

ওয়ার্নার ব্রাদার্সের ‘উইপনস’ শুক্রবার আরও ৭.৪ মিলিয়ন আয় করেছে। প্রথম দিনের তুলনায় এই ছবিতে মাত্র ৪০% আয় কমেছে, যা এর স্থিতিশীল দর্শকপ্রিয়তার ইঙ্গিত দেয়। এ সপ্তাহের শেষে ছবিটি তার দেশীয় আয় ৯০ মিলিয়নে নিয়ে যেতে পারে যা চলতি বছরের ১৪তম সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় স্থান করে নেবে।

ডিজনি’র কমেডি সিক্যুয়েল ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’ দ্বিতীয় অবস্থানে রয়েছে যা শুক্রবার ৪.৫ মিলিয়ন ডলার আয় করেছে। ছবিটি তার দ্বিতীয় সপ্তাহে মোট আয় ৫৪ মিলিয়ন অতিক্রম করার পথে রয়েছে।

ডিজনি’র আরও একটি ছবি মার্ভেল স্টুডিওসের ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’, চতুর্থ স্থানে রয়েছে। মুক্তির চতুর্থ সপ্তাহে ছবিটি শুক্রবার ২.৪ মিলিয়ন ডলার আয় করেছে এবং এর মোট আয় ২৪৬ মিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৭টি ছবির মধ্যে ২৩তম সর্বোচ্চ আয়কারী ছবির স্থান করে নিয়েছে।

বক্স অফিসের শীর্ষ পাঁচের তালিকায় পঞ্চম স্থানে আছে ইউনিভার্সালের অ্যানিমেশন ছবি ‘দ্য ব্যাড গাইজ ২’ যা শুক্রবার ১.৯ মিলিয়ন ডলার আয় করেছে। ছবিটি তার তৃতীয় সপ্তাহে মোট ৬.৯ মিলিয়ন ডলার আয় করতে চলেছে এবং এর মোট দেশীয় আয় দাঁড়াবে প্রায় ৫৬ মিলিয়ন ডলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট