বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

সেলিম আল দীনের ৭৬তম জয়ন্তীতে মৃত্তিকায় মহাকালের আয়োজন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮:১১ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৮:১৮ এএম

সেলিম আল দীন বাংলা নাটককে প্রচলিত ধারা থেকে বের করে এনে প্রাচ্য ও পাশ্চাত্যের সংমিশ্রণে নবরূপে ও ভিন্নমাত্রায় প্রাণবন্ত করেছিলেন। তার অভিসন্দর্ভ ‘মধ্যযুগের বাঙলানাট্য’ পাঠ করলে নাটক সম্বন্ধে চিরাচরিত নিয়ম ভেঙে যায়। তিনিই রবীন্দ্র পরবর্তী বাংলা নাটকের সেরা নাট্যকার। সেলিম আল দীনের ৭৬তম জয়ন্তি উপলক্ষে সিলেটে বাংলাদেশ গ্রাম থিয়েটার আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

ব্যতিক্রমী এ আয়োজনের শুরুতে গ্রাম থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আল দীনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন এবং পুষ্প মাল্য অর্পন করা হয়। বাংলাদেশ গ্রাম থিয়েটার, এম এ জি ওসমানী অঞ্চলের সার্বিক সহযগিতায় গ্রাম থিয়েটার সংগঠন মৃত্তিকায় মহাকাল আয়োজন করে প্রদীপ প্রজ্জ্বলন এবং স্মরণ অনুষ্ঠান। সিলেটের হাওয়াপাড়ার মৃত্তিকায় মহাকালের স্থায়ী কার্যালয়ে ১৮ আগস্ট সোমবার বিকেল ৫টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ গ্রাম থিয়েটার এম এ জি ওসমানী অঞ্চল সিলেটের সমন্বয়ক সৈয়দ সাইমূম আনজুম ইভানের সভাপতিত্বে ও মৃত্তিকায় মহাকালের সমন্বয়ক (অনুষ্ঠান) রাজকুমার দে জয়রাজের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মৃত্তিকায় মহাকালের অন্যতম নির্বাহী সমন্বয়ক বীথি সাইমুম ও সংগঠনের সিনিয়র সদস্য ও নারী উদ্যোক্তা সীমা রাণী বিশ্বাস। অনুষ্ঠানে নাট্যাচার্যের লেখা নাটক থেকে পাঠ করেন মৃত্তিকায় মহাকাল সদস্য অনন্যা বিশ্বাস রিমু ও শোভা রাণী দাস। কবিতা আবৃত্তি করেন মৃত্তিকায় মহাকাল সদস্য সৈয়দা নিঘাত নওশাবা ইথিকা ও তাসফিয়া আকতার মাইশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার