বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

অভিনেতা নিলয় আলমগীরের জন্মদিন আজ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০১:৪৭ পিএম

বাংলাদেশের তরুণ মডেল-অভিনেতা নিলয় আলমগীরের জন্মদিন আজ। নিলয় ১৯৮৪ সালের ২০ আগস্ট আগষ্ট আজকের দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা আওলাদ হোসেন ও মা আসমা হোসেন। নিলয় আলমগীর ২০০৯ সালে ‘ফেয়ার অ্যান্ড লাভলী সুপারহিরো সুপারহিরোইন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন। এর পর থেকেই চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করতে শুরু করেন।

নিলয় আলমগীর এমন একজন অভিনেতা যিনি ইউটিউবে জনপ্রিয়দের মধ্যে শীর্ষে রয়েছেন। ব্যক্তিগত জীবনে নিলয় আলমগীর ২০১৬ সালের ৭ জানুয়ারি মডেল এবং অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেন।তবে ২০১৭ সালের ১৭ জুলাই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর ২০২১ সালের ৭ জুলাই তিনি তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন।

নিলয় ২০০৯ সালে ফেয়ার এন্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু করেন। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ ২০১৪ সালের ২৯ আগস্ট মুক্তি পায়। তিনি চলচ্চিত্র ও নাটক ছাড়াও কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার, বাংলালিংক দেশ, আইস কুল সাবান, সিঙ্গার প্রভৃদি টিভি বিজ্ঞাপনে কাজ করেছেন। নিলয় আলমগীর ব্যস্ত সময় পার করছেন টিভি ও ইউটিউব নাটকে। নিজের প্রযোজিত নাটকেই বেশি অভিনয় করে থাকেন তিনি।

নিলয় আলমগীর অভিনীত নাটকগুলোর মধ্যে ‘ভালোবাসার কাহিনী’ , ‘মেয়েটি কথা বলিবে প্রেম করিবে না’ ‘রোদ আসবে বলে’, ‘এভাবে চলে যেওনা’, ‘খড়কুটা’, ‘সোনার পাখি রূপার পাখি’), ‘পেন্সিরে আঁকা ভালোবাসা’, ‘ছেড়াদ্বীপ’, ‘কোকিলা’, ‘জোসনাময়ী’, ‘তখন এই সময়ে’, ‘বিপরীতে হিত’, ‘এই বৈশাখে’, ‘দ্যা ট্রেন’, ‘লাল পিপড়া কালো পিপড়া’, ‘নাীলিমার আকাশে মেঘ’, ‘তোমার হৃদয় পাগল’, ‘ভালোবাসার সমীকরণ’, ‘জামাই বউ ৬৯’, ‘রূপালি আলোর খোঁজে’, ‘মন খেলা’, ‘অন্য কোথাও’, ‘চেয়ারম্যানের পোলা’, ‘বিন্দু না রেখা’, ‘‘ঢাকায় টাকা উড়ে’, ‘পেন ফ্রেন্ড’,‘সম্রাট শাহ্জাহান’,‘নয়ন তারা’,‘নো রিস্ক নো গেইন’, ‘আবহমান’, ‘সেদিন বিকেল ছিলো’, ‘খোলস বন্দী’, ‘অমবস্যার জোসনা’, ‘লিকুইড লাভ’, ‘মুকুল মাষ্টার’, ‘ময়না টিয়া’, ‘ভাজা মাছ উল্টে খাও’, ‘মায়াজাল’, ‘লাইফ পার্টনার’, ‘ফেইসবুক বিবাহ’, ‘যুবরাজ’, ‘রাত্রি দ্বিপ্রহর’, ‘প্রজাপতি রং ফাগুনে’, ‘মনে মনে’, ‘ছাড়বোনা তোমাকে’, ‘প্রতিঘাত’, ‘একলা পাখি’, ‘রান’, ‘পাগলামীর একটা লিমিট আছে’, ‘ম্যাচিং ব্রাদার্স-২’, ‘নিছক প্রেম’, ‘সানাই’, ‘গলির মাস্টার মিয়া ভাই’, ‘একলা আকাশ’, ‘চায়না রেড কিলার’, ‘জোরা সাঁকো’,‘সোনালী বিকেল’,‘যাবজ্জীবন’,‘ইনার এসেন্স’,‘পারুলের গল্প’,‘কলোনি কাপ’,‘একটি মিষ্টি প্রেমের গল্প’,‘লাইফ ইজ বিউটিফুল’,‘দক্ষিণ সমুদ্র তীরে’, ‘বিহাইন্ড দ্যা লাভ’, ‘তুমুল অফার’,‘আমি তুমি এবং সেই রাত’,‘অগ্রহায়ণ’,‘শিক্ষিত বউ’,‘কানামাছি’,‘রূপান্তর’,‘চিরকুমার মনে মনে’,‘প্রিয় দিন প্রিয় রাত’,‘আজব প্রেমের হাটবাজার’,‘প্রথম প্রেম’, ‘পূর্ণ হৃদয়’,‘কালো মানিক’, ‘আমার হাতটা একটু ধরো’, ‘আবার যদি দেখা হয়’, ‘বিটুইন দ্যা গ্যাপ’, ‘আহারে জীবন’,‘অন্তর তম হে’, ‘অতঃপর শিক্ষিত বউ’,‘অপকর্ম-সময়ের গল্প’,‘উপলব্ধি’, ‘এক জোড়া কালো জুতা’, ‘লাটিম’, ‘আপন শহর’,‘হানিমুন হবে কক্সবাজারে’, ‘টু বি ওর নট বি’,‘পালঙ্ক’,‘সাবলেট’,‘সে এবং তুমি ও আমি’, ‘রঙের জীবন’, ‘পরির নাম ময়না পক্ষি’,‘প্রেম মানে প্রব্লেম’, ‘ভুল করে মিস্টেক’, ‘ছেলেটা পাগল পাগল’, ‘ফানিমুন-২’, ‘মাছের মানুষ’, ‘গুড বয় ব্যাড লাক’,‘তিন দিন বাকি’,‘পূর্ণতায় আমি’,‘রাগী মেয়ে vs বোকা ছেলে’,‘নির্জন উপকূলে’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার