
‘চিরঞ্জীবী হনুমান - দ্য ইটারনাল’ নামের একটি নতুন চলচ্চিত্র এআই ব্যবহার করে তৈরি হচ্ছে এমন ঘোষণার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন বলিউডের প্রখ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এবং অনুরাগ কাশ্যপ।
সম্প্রতি ‘কালেক্টিভ আর্টিস্টস নেটওয়ার্ক’ নামের একটি বিনোদন সংস্থা তাদের প্রথম ‘এআই-নির্মিত’ চলচ্চিত্র ‘চিরঞ্জীবী হনুমান - দ্য ইটারনাল’-এর পোস্টার প্রকাশ করে। এই ঘোষণাটির পর থেকেই চলচ্চিত্র জগতের অনেকেই এর সমালোচনা করতে শুরু করেন। এর আগে ‘রাঞ্ঝানা’ সিনেমার তামিল সংস্করণে এআই ব্যবহার নিয়েও বিতর্ক হয়েছিল। এবার পুরো একটি সিনেমা এআই দিয়ে তৈরির খবরে এই বিতর্ক নতুন মাত্রা পেল।
নির্মাতা অনুরাগ কাশ্যপ ইনস্টাগ্রামে একটি ক্ষুব্ধ পোস্ট লেখেন। তিনি প্রযোজনা সংস্থাটির প্রধান বিজয় সুব্রামানিয়ামের তীব্র নিন্দা করে বলেন- এই ব্যক্তি শিল্পীদের প্রতিনিধিত্ব করেন অথচ এখন তিনি এআই দিয়ে চলচ্চিত্র বানাচ্ছেন। এ থেকে প্রমাণিত হয় এই সংস্থাগুলোর কাছে শিল্পীদের স্বার্থের চেয়ে অর্থ উপার্জনের লোভই বড়।
এর আগে পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানেও ইনস্টাগ্রামে তার হতাশা প্রকাশ করেন। তিনি ‘চিরঞ্জীবী হনুমান’ এর পোস্টারটি শেয়ার করে লেখেন- তাহলে এটা শুরু হয়ে গেল... এআই দিয়ে যখন সবকিছুই তৈরি করা যায় তখন লেখক ও পরিচালকদের কী প্রয়োজন?
‘অ্যাবান্ডেনশিয়া এন্টারটেইনমেন্ট’ নামে এই প্রযোজনা সংস্থাটি ঘোষণা করেছে তারা ‘মেড-ইন-এআই’ এবং ‘মেড-ইন-ইন্ডিয়া’ ফরম্যাটে ‘চিরঞ্জীবী হনুমান - দ্য ইটারনাল’ নিয়ে আসছে। ২০২৬ সালের হনুমান জয়ন্তীতে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে বলিউডে এই বিতর্ক এখন নতুন মোড় নিচ্ছে। সামনের দিনগুলোতে এই প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠছে।
মন্তব্য করুন