মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

দীর্ঘ ১৯ বছর পর ফের একসঙ্গে মহেশ মাঞ্জরেকর ও সঞ্জয় দত্ত

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৩:২৫ পিএম
মহেশ মাঞ্জরেকর এবং সঞ্জয় দত্ত
মহেশ মাঞ্জরেকর এবং সঞ্জয় দত্ত

বলিউড চলচ্চিত্র নির্মাতা মহেশ মাঞ্জরেকর তার আসন্ন ছবি ‘জুনা ফার্নিচার’ এর হিন্দি রিমেকে অভিনয়ের জন্য অভিনেতা সঞ্জয় দত্তের কাছে প্রস্তাব দিয়েছেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে প্রায় দুই দশক পর এই জনপ্রিয় পরিচালক-অভিনেতা জুটি আবারও একসঙ্গে কাজ করবেন।

১৯৯৯ সালে ‘বাস্তব’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন মহেশ মাঞ্জরেকর এবং সঞ্জয় দত্ত। ছবিটি শুধুমাত্র বাণিজ্যিকভাবে সফলই হয়নি বরং সঞ্জয় দত্তের অভিনয় জীবনের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়। এরপর তারা ‘কুরুক্ষেত্র’ (২০০০), ‘হাথিয়ার’ (২০০২), ‘পিতাহ’ (২০০২), ‘রক্ত’ (২০০৪), ‘বিরুদ্ধ’ (২০০৫) এবং ‘ওয়াহ! লাইফ হো তো অ্যাইসি’ (২০০৫) ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী, গত বছর মুক্তিপ্রাপ্ত প্রশংসিত মারাঠি ছবি ‘জুনা ফার্নিচার’ পরিচালনা ও মূল চরিত্রে অভিনয় করেছিলেন মহেশ মাঞ্জরেকর নিজেই। ছবিটি তার বিষয়বস্তু বার্তা এবং দুর্দান্ত অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। ছবিটি হিন্দি ভাষাভাষী দর্শকদের কাছেও পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করেন মহেশ। তাই তিনি হিন্দি রিমেকের চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন।

মহেশ মাঞ্জরেকর মনে করেন সঞ্জয় দত্ত এই চরিত্রে পুরোপুরি মানানসই হবেন। দুই অভিনেতার মধ্যে সম্পর্ক খুবই ভালো এবং তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেননি। এটিও একটি কারণ মহেশ সঞ্জয়কে এই প্রকল্পে যুক্ত করতে আগ্রহী। তবে সঞ্জয় দত্ত এখনও মহেশ মাঞ্জরেকরের প্রস্তাবে সাড়া দেননি।

‘জুনা ফার্নিচার’ ছবিটি একজন বয়স্ক নাগরিক এবং তার আইএএস অফিসার ছেলের সম্পর্কের গল্প। ছবিতে দেখানো হয় কীভাবে টাকার প্রয়োজনে বারবার ছেলের কাছে যেতে হয় বাবাকে। একসময় বাবা যখন এমন একটি পরিস্থিতিতে ছেলের সাহায্য চান তখন ছেলে পাশে না থাকায় বাবা তার ছেলের বিরুদ্ধে মামলা করেন।

এর আগে গুঞ্জন ছিল মহেশ মাঞ্জরেকর এবং সঞ্জয় দত্ত ‘বাস্তব ২’ এর জন্যও একসঙ্গে কাজ করতে পারেন। তবে এখন ‘জুনা ফার্নিচার’ এর রিমেক নিয়ে তাদের সম্ভাব্য সহযোগিতা বলিউডপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট