
বাংলাদেশের তরুণ শিল্পীদের মধ্য অন্যতম সাজিয়া সুলতানা পুতুল। মাঝে মধ্যেই নতুন এবং মৌলিক গান প্রকাশ হয় তার। সেই ধারাবাহিকতায় ‘শেষের কবিতাগুলো’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ হতে যাচ্ছে এই শিল্পীর। গীতিকবি আশীষ দেবরায় রাচিত এবং সুরারোপিত গানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন সৈয়দ রেজা আলী। আর গানের চিত্রায়নে মডেল হিসেবে কাজ করেছেন সম্ভাবনাময় মডেল ইফশিতা শবনম। নতুন এই গানটি শিগগিরই গীতিকবি ও সুরকার আশীষ দেবরায়ের ইউটিউব চানেলে প্রকাশ হতে যাচ্ছে। গানের মডেল ইফশিতা শবনম নিজে নতুন এই গানটি প্রকাশের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। শুধু ‘শেষের কবিতাগুলো’ নয়। ইতোমধ্যে আশীষ দেবরায় রচিত উল্লেখযোগ্য সংখ্যক নতুন মৌলিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশে বিদেশে প্রকাশ হয়েছে। নতুন এই মৌলিক গানগুলোর মাধ্যমে গীতিকার ও সুরকার হিসেবে বেশ প্রশংসিত হয়েছেন সিলেটের শ্রীমঙ্গলের সন্তান আশীষ দেবরায়। তিনি নিজেও একজন কণ্ঠশিল্পী।
একথা বলার অপেক্ষা রাখেনা যে দেশীয় সংস্কৃতির অন্যতম একটি গুরুত্বপূণ বিষয় সঙ্গীত। অত্যন্ত সমৃদ্ধ এই অঙ্গনে অনেকেরই পদচরাণা ছিল। বিশেষ করে সঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে গীতিকার বা গীতিকবিদের ভূমিকা ছিলো অগ্রগন্য। সঙ্গীতকে সমৃদ্ধ করতে অনেকেই ভূমিকা রেখেছেন। রচিয়তা লিখে অনেকেই যেমন বাংলাদেশের গানকে সমৃদ্ধ করেছেন তেমনি নিজেও হয়েছেন ইতিহাসের স্বাক্ষী। অনেক কালজয়ী গান তৈরি হয়েছে আমাদের দেশে। বাংলাদেশে গান রচনা করে অনেকেই পরিচিতি পেয়েছেন। সম্প্রতি আলোচনায় এসেছেন সিলেটের শ্রীমঙ্গলের সন্তান আশীষ দেবরায়। আট শতাধিক গানের গীতিকার হিসেবে দেশে-বিদেশে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। সঙ্গীত চর্চার পাশাপাশি আশীষ দেবরায় একজন শিক্ষানুরাগী হিসেবেও প্রশংসিত। তবে গান রচনা এবং সুর দেয়াকেই বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। সৃষ্টি করেছেন অসংখ্য নতুন গান। তাইতো এসেছেন আলোচনায়।
আশীষ দেবরায় রচিত এবং সুর করা গানগুলোর শিল্পী হিসেবে ছিলেন সাজিয়া সুলতানা পুতুল, শান শায়েক, ঝিলিক, চৈতি মুৎসুদ্দী, ইউসুফ আহমেদ খান, পূজা, অবন্তী সিথি, জেরিন তুবা, রাজা বশির, মাজেদুর মানিক, শারমিন কেয়া, সাদিয়া বেনজিরসহ আরো অনেকে। যে সকল শিল্পী তার লেখা এবং সুর করা গান গেয়েছেন, যে কলাকুশলীরা তাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আশীষ দেবরায়। বিশেষ করে আশীষ দেবরায় রচিত গানগুলোর সৃষ্টির সাথে বিশেষভাবে যুক্তছিলেন সঙ্গীত পরিচালনায় শান শায়েক, রাজা বশির, হোমায়রা বশীরসহ আরো অনেকে। সংশ্লিষ্টদের উৎসাহ ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে আরো অনেক ভালো ভালো গান সৃষ্টি করতে চান গীতিকবি ও সুরকার আশীষ দেব রায়। তার জন্য শুভ কামনা।
মন্তব্য করুন