
অনেকের ক্ষেত্রে বলা হয়, তিনি এলেন এবং জয় করলেন। অভিনেতা মোশাররফ করিমের ক্ষেত্রে সেটা হয়েছে অনেক কাঠখড় পুড়িয়ে। বাংলাদেশে টিভি নাটকে সুপার স্টার বলতে যা বোঝায় মোশাররফ করিম বুঝি তাই। আজ ২২ আগস্ট। অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন।
অভিনেতা মোশাররফ করিম ১৯৭১ সালের আজকের দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন। তবে তার পৈতৃক বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামে। মঞ্চ নাটক দিয়েই মোশাররফ করিমের অভিনয়ে হাতেখড়ি। ১৯৮৬ সালে মাধ্যমিক পাস করার পর তিনি তারিক আনাম খানের নাট্যকেন্দ্র মঞ্চ দলে যোগদেন। এখনো তিনি সেই নাট্যদলের সদস্য। ক্যারিয়ারে অসংখ্য নাটকে মুখ্য চরিত্র হিসেবে কাজ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন মোশাররফ করিম।
শুধু বাংলাদেশে নয়, ভারতের পশ্চিমবঙ্গের মানুষের কাছেও সমান জনপ্রিয় মোশাররফ করিম। ছোটপর্দা ও বড়পর্দা-দুই পর্দাতেই তার সমান পদচারণা। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ক্যারম’ নাটকে অভিনয়ের মাধ্যমে যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তা আজও বিদ্যমান। তার সেই অভিনয় প্রতিভার দ্যুতি তিনি এখনো ছড়িয়ে দিয়ে যাচ্ছেন সমানতালে। মোশাররফ করিম অসংখ্য হিট নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি অসংখ্য সিনেমাতেও নিজের কারিশমা দেখিয়েছেন।
বিশেষ করে মোস্তফা সরওয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মোশাররফ করিম। এ ছাড়া ওপার বাংলার সিনেমাতেও তিনি কাজ করেছেন। পাশাপাশি বর্তমানে কাজ করছেন ওটিটি প্ল্যাটফরমেও। এ গুণী অভিনেতার জন্মদিনে সামাজিকমাধ্যমে তার শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। শুভেচ্ছাবার্তা এসেছে ওপার বাংলা থেকেও।
জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মোশাররফ করিমের সহকর্মীরা। নির্মাতা সাজিন আহমেদ বাবু তার ফেসবুক পেজে লিখেছেন ‘শুভ জন্মদিন বাংলা নাটকের বরপুত্র মোশাররফ করিম ভাই’। অভিনেতা আহসান কবির লিখেছেন ‘শুভ জন্মদিন প্রিয় মোশাররফ করিম, শুভকামনা নিরন্তর 'দাদো' ভালোবাসা চিরঞ্জীবী হোক।
মন্তব্য করুন