
		অল্প বয়সে তারকাখ্যাতি পেয়েছেন এই পপ তারকা। সৌন্দর্যর পাশাপাশি শিল্পী হিসেবে নিষ্ঠা একাগ্রতায় তারকাখ্যাতি দিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি। মাত্র ৩০ বছর বয়স তার। ৩০তম জন্মদিন আজ। গান গেয়েই কাঁড়ি কাঁড়ি অর্থ উপার্জন করেছেন এই তারকা। এ বছর ‘ফোরটি আন্ডার ফোরটি রিচ লিস্ট’ প্রকাশ করছে দ্য সানডে টাইমস। তালিকায় ৩৪তম অবস্থানে রয়েছেন তিনি। বলছি ব্রিটিশ আলবেনিয়ান গায়িকা ডুয়া লিপার কথা। গণমাধ্যম বলছে মাত্র ৩০ বছর বয়সে নিজের আয়ে ১২,৪২০ কোটি টাকার মালিক হয়েছেন তিনি।
লন্ডনে ১৯৯৫ সালে ডুয়া লিপার জন্ম। তবে তাঁর মা-বাবা কসোভোর মানুষ। ১৯৮৮ সালে কসোভোতে যুদ্ধ শুরু হলে আটকা পড়েন। ১৯৯২ সালে শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে আশ্রয় নেন । পরে সেখানেই থিতু হন। গান নিয়ে ইউরোপ, এশিয়া ও আমেরিকা ঘুরছেন তিনি। ‘র্যাডিক্যাল অপটিমিজম ট্যুর’ চলাকালেই জন্মদিন উদ্যাপন করছেন ব্রিটিশ–আলবেনিয়ান গায়িকা।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন তথ্য দিয়েছেন এই পপ তারকা। চলতি বছরের জুনে ভোগ ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ডুয়া বলেন, আমরা বাগ্দান সেরেছি। এটা ছিল খুবই রোমাঞ্চকর সময়। একসঙ্গে বুড়ো হওয়ার সিদ্ধান্ত, জীবনটা একসঙ্গে দেখা আর সারা জীবন সেরা বন্ধু হয়ে থাকার ভাবনাটাই অনেক বিশেষ কিছু।
তিনবার গ্র্যামি পেয়েছেন ডুয়া লিপা। সর্বশেষ অ্যালবাম ‘র্যাডিক্যাল অপটিমিজম’ প্রকাশ করেছেন। একই শিরোনামে ওয়ার্ল্ড ট্যুরে বেড়িয়েছেন তিনি। গানের পাশাপাশি অভিনয়েও দেখা যায় ডুয়া লিপাকে। ‘বার্বি’ দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছে তাঁর। ‘আরগাইল’ সিনেমায়ও তাঁকে দেখা গেছে।
                     
মন্তব্য করুন