বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

শাহরুখের খাদ্যাভ্যাস নিয়ে বোমা ফাটালেন বোমান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০১:২৬ পিএম
বোমান ইরানি ও শাহরুখ খান
বোমান ইরানি ও শাহরুখ খান

বলিউড অভিনেতা বোমান ইরানি সম্প্রতি ‘হিউম্যানস অব বম্বে’ নামক একটি পডকাস্টে তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী শাহরুখ খান এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। কথায় কথায় তিনি শাহরুখের উদারতা ও সহজ-সরল আচরণের প্রশংসা করলেও তাঁর খাদ্যাভ্যাস নিয়ে মজা করে একটি গোপন কথা ফাঁস করেছেন। বোমানের কথায়- ‘খাবার ব্যাপারে শাহরুখ অসম্ভব বিরক্তিকর। তিনি শুধু তন্দুরি চিকেন খান আর কিছু না’।

‘মেঁ হু না’, ‘ডন’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘দিলওয়ালে’ এবং ‘ডানকি’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করার সুবাদে বোমান ও শাহরুখের মধ্যে এক দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে। সেই বন্ধুত্বের সূত্র ধরেই বোমান জানান শুটিং সেটে শাহরুখের আচরণ কতটা সহজ ও প্রাণবন্ত। ‘শাহরুখ সেটে থাকতে পছন্দ করে। সেটের সবাইকে নিয়ে একটা ছবি তৈরি করার যে অনুভূতি সেটা সে খুব উপভোগ করে বলেন বোমান। তিনি আরও যোগ করেন শাহরুখের ভ্যানিটি ভ্যানের দরজা সব সময় খোলা থাকে যেখানে সবার জন্য স্ন্যাকসের ব্যবস্থা করা থাকে। তিনি সেটে সবার সঙ্গে গল্প করেন, মজা করেন এবং সময় পেলে গেমও খেলেন।

তবে এই প্রশংসার মাঝেই বোমান শাহরুখের খাদ্যাভ্যাস নিয়ে তাঁর সামান্য অভিযোগের কথা তুলে ধরেন। তিনি বলেন- ‘শাহরুখকে যখন আমি খাবারের জন্য কোম্পানি দিতে চাই তখন সে আমার সঙ্গে থাকে না’। বোমানের কথায় শাহরুখের খাবারের থালা সামনে রাখা থাকে কিন্তু তিনি গল্প করতে এতটাই ব্যস্ত থাকেন যে খাবার ঠান্ডা হয়ে যায় আর তাতে তাঁর কোনো ভ্রুক্ষেপই থাকে না। এই মজার ঘটনাটি শাহরুখের শৃঙ্খলাবোধ ও সহজ জীবনযাপনের একটি দিক তুলে ধরে যা খুব কমই দেখা যায়।

বর্তমানে বোমান ইরানি তাঁর নতুন কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত রহস্য ও কমেডি ছবি ‘ডিটেক্টিভ শেরদিল’ যেখানে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তিনি অভিনয় করেছেন। এছাড়া তিনি অনুপম খের পরিচালিত ‘তানভি: দ্য গ্রেট’ ছবিতেও অভিনয় করেছেন, যা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এয়াড়াও বোমান ইরানি তাঁর জনপ্রিয় চরিত্র খুরানার ভূমিকায় ‘খোশলা কা ঘোশলা ২’ এর জন্য নভেম্বরে শুটিং শুরু করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার