বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

গাজা ইস্যুতে সরব বিশ্বখ্যাত নির্মাতারা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০১:২১ পিএম

ইতালীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতারা ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে একটি খোলা চিঠিতে গাজায় চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ এবং ‘জাতিগত নির্মূল’ বলে নিন্দা জানানোর আহবান জানিয়েছেন।

ভিনিসফোরপ্যালেস্টাইন (ভিফরপি) নামের একটি সংগঠনের ব্যানারে এই আবেদনটি ভেনিস চলচ্চিত্র উৎসবের আয়োজক ‘বিয়েনাল ডি ভেনেজিয়া’ এবং এর স্বাধীন বিভাগ ‘ভেনিস ডেজ’ ও ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক’- কে পাঠানো হয়েছে। চিঠিতে ইসরায়েলি সরকার এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে গাজায় গণহত্যা এবং ফিলিস্তিনে জাতিগত নির্মূলের অভিযোগ আনা হয়েছে। চলচ্চিত্র উৎসবকে ‘একটি দুঃখজনক এবং শূন্য প্রদর্শনী’ না হয়ে ‘সংলাপ, সক্রিয় অংশগ্রহণ এবং প্রতিরোধের একটি স্থান’ হিসেবে গড়ে তোলার আহবান জানানো হয়েছে।

এই খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা কেন লোচ, ইতালীয় অভিনেতা টনি সেরভিল্লো, অভিনেত্রী জেসমিন ট্রিঙ্কা, ফরাসি পরিচালক সেলিন সিয়ামা এবং ব্রিটিশ অভিনেতা চার্লস ডান্স সহ আরও অনেকে। তারা গত ৭ অক্টোবর থেকে প্রায় ২৫০ জন ফিলিস্তিনি গণমাধ্যম কর্মীর মৃত্যুর ঘটনা উল্লেখ করেছেন এবং বলেছেন যে শিল্প প্রতিষ্ঠানগুলির দায়িত্ব হলো সচেতনতা এবং প্রতিরোধ গড়ে তোলা।

চিঠিতে বলা হয়েছে- ‘ভেনিস চলচ্চিত্র উৎসবের উপর যখন সবার নজর তখন আমরা আরও একটি বড় ঘটনা দেখতে চলেছি যা এই মানবিক, নাগরিক এবং রাজনৈতিক ট্রাজেডিস এর প্রতি উদাসীন’। এর প্রতিবাদে তারা উৎসবকে ফিলিস্তিনিদের গল্প তুলে ধরার জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের আহবান জানিয়েছেন।

জবাবে বিয়েনাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে বলেছে তারা সবসময়ই সমাজের এবং বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি সংবেদনশীল। তারা আরও উল্লেখ করে এই বছর ভেনিস উৎসবে তিউনিশিয়ার পরিচালক কাউথার বেন হানিয়া পরিচালিত ‘দ্য ভয়েস অফ হিন্দ রাজাব’ নামে একটি চলচ্চিত্র প্রদর্শিত হবে যা ২০২২ সালে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ৫ বছর বয়সী ফিলিস্তিনি মেয়েটির বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত।

অন্য একটি ইতালীয় শিল্পী গোষ্ঠী ‘আর্টিস্টি নোবাভাগলিও নেটওয়ার্ক’ উৎসবের প্রথম সপ্তাহান্তে ৩০শে আগস্ট ‘গণহত্যা বন্ধ করো’ প্রতিবাদের ডাক দিয়েছে। এই প্রতিবাদে তারা ফিলিস্তিনিদের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার