বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

‘নন্দিনী’ আসছে ১২ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৮:৩৫ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৮:৪০ এএম

নিয়তির কাছে বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্পের সিনেমা 'নন্দিনী'। নির্মাণকালীন আলোচনায় আসলেও দেশের আলোচিত কোটা আন্দোলন ঘিরে উত্তাল পরিস্থিতির জন্য পেছানো হয় সিনেমার মুক্তি তারিখ। বিশেষ করে গত বছরের আগস্টে মুক্তির কথা থাকলেও তা হয়নি। পরিচালক সোয়াইবুর রহমান রাসেল জানিয়েছেন অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘নন্দিনী’।

পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘নন্দিনী’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ঢাকার অভিনেত্রী নাজিরা মৌ ও কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। আরো আছেন ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, ইলোরা গহর, জয়শ্রী কর জয়াসহ অনেকেই। পরিচালক জানান এ সিনেমায় পাঁচটি গান রয়েছে। গানগুলো লিখেছেন জাহিদ আকবর ও পরিতোষ বাড়ৈ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, নাজমুন মুনিরা ন্যান্সি, কোনাল, সালমা আক্তার, কাজী শুভ এবং স্বরলিপি দোলা।

পরিচালক সোয়াইবুর রহমান রাসেল বলেন, আমরা আগামী ১২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি । সব ঠিক থাকলে দর্শকরা এ দিনেই ‘নন্দিনী’ প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। আমরা এখন থেকে ট্রেলার, গানসহ সিনেমাটি নিয়ে নিয়মিত প্রচারে থাকব। সেভাবেই আমরা এখন প্রস্তুত। কারণ, মুক্তির শিডিউল নিয়ে নিয়েছি। এখন আর হাতে বেশি সময় নেই। এর মধ্যেই আমরা দর্শকরা কাছে পৌঁছাতে চাই। আমরা চাই, সিনেমাটি দর্শক হলে এসে দেখুক। এ জন্য প্রচারণার বিকল্প কিছু নেই।

২০১৯ সালে সিনেমাটির শুটিং হয়। সেই সময়ে বেশ কয়েকবার শুটিং হয়েও শিডিউলসহ বেশ কিছু জটিলতায় শুটিং বন্ধ হয়ে যায়। পরে শুরু হয় করোনা। এর মধ্যেই সিনেমাটির বাকি কাজ শেষ হয়। তারপর সিনেমাটির পোস্টের কাজ শেষ করে মুক্তির প্রক্রিয়ায় এগোতে থাকেন পরিচালক।

২০২৩ সালে সিনেমাটি সেন্সর পেলেও পরবর্তী সময়ে নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির কারণে মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে যায়। পরে চলে আসে দুই ঈদ। সে সময় পরিচালক জানিয়েছিলেন, সিনেমাটি মুক্তির জন্য ভালো একটি সময়ের অপেক্ষায় আছে। পরে ২ আগস্ট মুক্তির ঘোষণা দিলেও সে তারিখেও মুক্তি সম্ভব হয়নি।

নির্মাতা রাসেল নাটক ও টেলিফিল্ম বানিয়ে পরিচিতি পেলেও ‘নন্দিনী’ তার প্রথম সিনেমা। তিনি বলেন, ‘নরক নন্দিনী’ উপন্যাস পড়ার পর মনে হল, এটি নিয়ে সুন্দর একটি সিনেমা নির্মাণ করা যেতে পারে। তারপর প্রস্তুতি নিয়েই নির্মাণ শুরু করি। শিল্পীরা যথেষ্ট ভালো ছিলেন, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভালো ছিল। তার আশা সিনেমাটি দর্শক পছন্দ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার