
ছোট পর্দা বা টিভি নাটকে সাফল্যের পর অভিনেতা-অভিনেত্রীরা এক সময় বড় পর্দায় চলে আসেন। সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন ছোট পর্দার আরো এক অভিনেত্রী। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও তার উপস্থিতি দেখা গেছে। তবে সেটি খুবই কম। টিভিতেই তার ব্যস্ততা বেশি। কিছুদিন আগে বরিশালের বিভিন্ন লোকেশনে একটি নতুন নাটকের শুটিং করেছেন। এরপর নতুন কোনো নাটকের শুটিংয়ে তাকে দেখা যায়নি। ভিন্নধর্মী গল্প না পাওয়ায় নতুন কাজে নিজেকে যুক্ত করতে পারছেন না বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
বলছি নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের কথা। সাফার সমসাময়িক শিল্পীদের অনেকেই সিনেমায় কাজ শুরু করেছেন। কিন্তু এ অভিনেত্রী এখনও সেপথ মাড়াননি। এতদিন বড়পর্দায় কাজের বিষয়টি সন্দিহান থাকলেও, এখন এ অভিনেত্রী একেবারে প্রস্তুত বলে জানান। সাফা বলেন, আমি এখন সিনেমায় কাজ করার জন্য একদমই প্রস্তুত। শুধু ভালো গল্পের অপেক্ষায় আছি। তবে মাল্টিকাস্টিং নয়, একক কোনো গল্পে, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ থাকবে।
সাম্প্রতিক কাজের ব্যস্ততা প্রসঙ্গে সাফা কবির বলেন, কাজের প্রস্তাব অনেক আসে। সেসব গল্পে নতুনত্ব পাই না। সব একই ধারার ও ট্রেন্ডি গল্প। এগুলোতে কাজ করতে চাই না, তাই কাজের সংখ্যাও কমে যাচ্ছে। বিরতি নিয়ে ভালো কিছুই করতে চাই। সর্বশেষ আমার ‘সন্ধি’ ও ‘কেন এই সঙ্গতা’ নামে দুটি নাটক থেকে বেশ প্রশংসা পাচ্ছি। এ ধরনের গল্প আর আসছে না। তাই ভালো গল্পের অপেক্ষায়, নিজে থেকেই আপাতত বিরতিতে আছি।
মন্তব্য করুন