
প্রেক্ষাগৃহে দুর্দান্ত সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে বিজয় দেবেরাকোন্ডা অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘কিংডম’। গৌতম তিন্নানুরি পরিচালিত এই ছবিটি আগামী ২৭ আগস্ট ২০২৫ থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে। যারা বড় পর্দায় ছবিটি দেখার সুযোগ পাননি তারা এবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন ‘কিংডম’।
‘কিংডম’ ছবির মূল গল্প সূর্য নামের এক পুলিশ কনস্টেবলকে ঘিরে আবর্তিত। ছোটবেলায় সে তার বড় ভাই শিবা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সূর্যকে একটি গোপন মিশনে পাঠানো হয় যার উদ্দেশ্য শ্রীলঙ্কা উপকূলে অবস্থিত ‘দিভি’ নামের একটি দ্বীপের এক শক্তিশালী চোরাচালান চক্রকে ধ্বংস করা। মিশনে গিয়ে সূর্য জানতে পারে এই চক্রের প্রধান বহু বছর আগে হারিয়ে যাওয়া তার বড় ভাই শিবা। এখন সূর্যকে তার ভাইয়ের প্রতি আনুগত্য এবং একজন পুলিশ অফিসারের কর্তব্য এই দুটির মধ্যে একটিকে বেছে নিতে হবে। এই দ্বন্দ্বই ছবির মূল উপজীব্য।
ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তার সাথে সহ-শিল্পী হিসেবে রয়েছেন সত্যদেব এবং ভাগ্যশ্রী বরসে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভেঙ্কিটেশ ভি. পি., ভূমি শেট্টি, মণীশ চৌধুরী, আইয়াপ্পা পি. শর্মা, গোপারাজু রমনা, রোহিনী এবং বাবুরাজ।‘কিংডম’ ছবিটি পরিচালনা করেছেন গৌতম তিন্নানুরি। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।
গত ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়। যদিও ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল তবুও কেউ কেউ এর গল্প ও পরিচালনা নিয়ে কিছুটা ভিন্নমত পোষণ করেন।
মন্তব্য করুন