
প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীর চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের (ইসিআর) একটি সম্পত্তির মালিকানা নিয়ে নতুন আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁর স্বামী এবং চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর। বনি কাপুর অভিযোগ করেছেন কিছু একটি কুচক্রী মহল ওই জমির মালিকানা দাবি করছে।
মাদ্রাজ হাইকোর্ট এই মামলার শুনানিতে তাম্বারাম তহসিলদারকে আগামী চার সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। বনি কাপুর আদালতে আবেদন করেছেন, ওই দাবিদারদের ২০০৫ সালে প্রাপ্ত উত্তরাধিকারী সনদ বাতিল করা হোক যা দিয়ে তারা শ্রীদেবীর ফার্মহাউস সম্পত্তির ওপর অধিকার প্রতিষ্ঠা করতে চাইছে।
শ্রীদেবী ১৯৮৮ সালে বৈধ দলিলপত্রের মাধ্যমে এই জমিটি কিনেছিলেন। মূল মালিক এম.সি. সাম্বন্দা মুদালিয়ারের পরিবারের মধ্যে ১৯৬০ সালে সম্পত্তিটি ভাগাভাগি হয়েছিল। এরপর থেকেই শ্রীদেবী ও তাঁর পরিবার এই সম্পত্তির পূর্ণ অধিকার ভোগ করছিলেন।
তবে সাম্প্রতিক সময়ে তিনজন ব্যক্তি নিজেদেরকে মুদালিয়ারের এক ছেলের দ্বিতীয় স্ত্রী ও সন্তান দাবি করে সম্পত্তির মালিকানা দাবি করছে। বনি কাপুর তাঁদের এই দাবিকে মিথ্যা ও প্রতারণামূলক আখ্যা দিয়েছেন। তিনি যুক্তি দিয়েছেন যে তহসিলদারের এই ধরনের সনদ দেওয়ার কোনো এখতিয়ার নেই এবং কথিত দ্বিতীয় বিবাহ আইনত বৈধ নয়।
বিচারপতি এন. আনন্দ ভেঙ্কটেশ উভয় পক্ষের যুক্তি শুনেছেন এবং তহসিলদারকে দ্রুত ও পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। শ্রীদেবীর মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া সম্পত্তির এই আইনি লড়াই আবারও ভক্তদের মনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন