মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মঞ্চে শাখাওয়াত হোসেন শিমুলের ব্যস্ততা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১১:২৫ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:০৫ পিএম

বাংলাদেশের সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে থিয়েটার তথা মঞ্চ নাটক। স্বাধীনতা উত্তর বাংলাদেশ কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছে এই মঞ্চনাটক। বলা হয়ে থাকে তরুণদের পদচারণায় মুখর থাকে দেশের মঞ্চনাট্য অঙ্গন। প্রবীণদের সহচার্য নিয়ে তাদের দেখানো পথে অন্যান্য অঙ্গনের মতো মঞ্চনাটককে আগলে রেখেছে এই তরুণরা। বর্তমান সময়ে যে ক’জন তরুণ মঞ্চে নিবেদিতভাবে কাজ করছেন তাদের মধ্যে অন্যতম শাখাওয়াত হোসেন শিমুল।

ঢাকার নাট্য দর্শক ও তথা থিয়েটার দর্শকদের অনেকেই জানেন শিমুলের নাম। অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করে নিজের অভিনয় সত্তার জাত চিনিয়েছেন। একজন দক্ষ থিয়েটার সংগঠক হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন তিনি। মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন শিমুল। তবে এর বাইরে আরো একটি কাজের জন্য আলোচনায় এসেছেন তিনি। একটি কর্মশালায় প্রশিক্ষণ দিতে যাচ্ছেন শিমুল। কারণ অভিজ্ঞতা রয়েছে তো। নিজে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষনও নিয়েছেন অনেক।

ব্যক্তিগতভাবে শিমুল উচ্চ শিক্ষিতও। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। অবশ্য ছাত্রজীবন থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সাল থেকে তিনি পদাতিক নাট্য সংসদের সাথে যুক্ত। বর্তমানে এ সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিমুল অভিনীত উল্লেখযোগ্য মঞ্চে নাটকগুলো হলো ‘বেদের মেয়ে’, ‘সোজন বাদিয়ার ঘাট’, ‘জনমাঙ্ক’, ‘কালের যাত্রা’, ম্যাকবেথ, ‘কাল রাত্রি’, ‘গুনজান বিবির পালা’, ‘পাকে বিপাকে’ প্রভৃতি।শিমুল অভিনীত টেলিভিশন নাটক ‘মায়া মসনদ’, ‘কাজল রেখা’, ‘ডালিম কুমার’, ‘হীরামন’, ‘কর্পোরেট ভালোবাসা’, ‘ঘরের শত্রু বিভীষণ’, ‘উচ্চতর ভালোবাসা’, ‘অতিথি’, ‘মানিক জোড়’, ‘নগর আলো’, ‘মিস্টার পাষাণ ইজ ব্যাক’, ‘যুবরাজ প্রভৃতি। এছাড়া অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম-২, ‘ক্যাসিনো’, ‘অন্তর্জাল’ অন্যতম।

এছাড়া ওয়েব ফিল্ম ও সিরিজে একাধিক জনপ্রিয় কনটেন্টে তিনি অভিনয় করেছেন। ভয়েস আর্টিস্ট হিসেবে সমান দক্ষতায় কাজ করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে অভিনয় প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। ব্র্যাক ব্যাংক-এর নাটকের নির্দেশক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সেই ধারাবাহিকতায় সর্বশেষ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় কোর্সের ১৮তম ব্যাচের একটি প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছেন শিমুল। সেখানে ‘থিয়েটার গেম ও ইম্প্রোভাইজেশন অভিনয়’বিষয়ক বিশেষ প্রশিক্ষণ সেশন পরিচালনা করবেন তিনি। জানা গেছে ২৯ আগস্ট শুক্রবার প্রশিক্ষন দেবেন শিমুল। ফ্রেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন (এফআইএফটি) ওই প্রশিক্ষণের আয়োজন করেছে। চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় কোর্সের নিয়মিত ও প্রফেশনাল কোর্স কাঠামোর অংশ হিসেবে ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের ‘থিয়েটার গেম ও ইম্প্রোভাইজেশন অভিনয়’ শীর্ষক একটি সেশন পরিচালনা করবেন শিমুল।

আয়োজকরা জানিয়েছেন বিশেষ এই শেসনে থিয়েটার গেমের মাধ্যমে অভিনয়ের মৌলিক শক্তি গড়ে তোলা, ইম্প্রোভাইজেশন বা তাৎক্ষণিক অভিনয়ের কৌশল, ক্যামেরার জন্য স্বতঃস্ফূর্ত অভিনয় দক্ষতা অর্জনে এ প্রশিক্ষন ভূমিকা রাখবে। সংশ্লিষ্টদের মতে ‘ফিফট’ বিশ্বাস করে অভিনয় শিক্ষা শুধু টেকনিক নয়, এটি এক ধরনের জীবনের অনুশীলন। তাই শিক্ষার্থীদের দেশের সেরা শিল্পী এবং সংশ্লিষ্ট কলাকুশলীদের অভিজ্ঞতা থেকে সরাসরি শেখার সুযোগ করে দেয়া হয়। এখানে উপস্থিতি এই সেশন বাধ্যতামূলক। তাই সকল শিক্ষার্থীকে সময়মতো উপস্থিত থেকে সেশনটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রহণ করার আহ্বান জানানো হয়। আয়োজকরা জানিয়েছেন ফ্রেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন (ফিফট) বাংলাদেশ সরকার অনুমোদিত এবং দেশবরেণ্য মডেল, অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকবৃন্দের তত্ত্বাবধানে পরিচালিত পেশাদার চলচ্চিত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান।

এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীরা অভিনয়ের কলাকৌশলে দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠান থেকে সরাসরি অভিনয়ের সুযোগ পেয়ে থাকেন। ফলে তারা প্রশিক্ষণকালেই বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গড়ার সুযোগ পান। তাই অভিনয়ে পেশাদার শিল্পী হতে আগ্রহীদের ‘ফিফট’এ অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট