মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পিদিম হাতে একজন আকতার হোসেন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৩:০৫ পিএম
আকতার হোসেন ও পিদিম থিয়েটার
আকতার হোসেন ও পিদিম থিয়েটার

শহরের প্রতিষ্ঠিত নাটকের দলগুলোতে শিশু-কিশোরদের অংশগ্রহণ কিংবা সুযোগ একেবারেই অপ্রতুল, সেখানে একজন ব্যতিক্রম সংগঠকের নাম আকতার হোসেন। তিনি নিজে যেমন অভিনয় করেন তেমনি শিশু-কিশোরদের জন্য স্বেচ্ছাশ্রমে গড়ে তুলেছেন নিজের নাট্য সংগঠন ‘পিদিম থিয়েটার’। এই সংগঠনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখানে অভিনয় শিখতে কোন টাকা লাগে না। ঢাকার ব্যস্ততম এলাকা মোহাম্মদপুরে থিয়েটারটির অবস্থান ।

আকতার হোসেন নিজেই ছোট ছোট বাচ্চাদের নাটকের কলাকৌশল শেখান। প্রায় দের যুগেরও বেশি সময় ধরে শিশু-কিশোরদের নিয়ে নিয়মিত নাট্য চর্চা করছে সংগঠনটি, যার যাত্রা শুরু হয়েছিলো ২০০৮ সালে। প্রথম দিকে সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ শুরু করলেও পরবর্তী সময় সব শ্রেণীর শিশুরাই অভিনয় শেখার সুযোগ পাচ্ছে পিদিম থিয়েটারে। দীর্ঘদিন থেকেই দেশের সাংস্কৃতিক অঙ্গণে ভ‚মিকা রাখার পাশাপাশি শিশু-কিশোরদের মানবিক গুণাবলি চর্চায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংগঠনটি।

‘পিদিম থিয়েটার’ সরকারি ও বিভিন্ন বেসরকারি এনজিও-র সাথে একাত্ম হয়ে ইস্যুভিত্তিক সচেতনতামূলক নাটক পরিবেশনের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ করছে নিয়মিত, বাংলাদেশ টেলিভিশনের কিশোর মঞ্চেও কাজ করছে তারা।

দেশের বিভিন্ন জেলায় নাটক প্রদশর্নীসহ আন্তর্জাতিক অঙ্গনেও পিদিমের রয়েছে দৃপ্ত পদচারণা। দলটি ভারতের কোলকাতা, বিহার-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক নাট্য উৎসবে একাধিকবার সাফল্যের সাথে অংশগ্রহণ করেছে। এছাড়া দেশের নাট্য উৎসবগুলোতেও অংশগ্রহণ করে ‘পিদিম থিয়েটার’। বর্তমানে দলটির একশোরও অধিক শিশু-কিশোর নিয়মিতই নাটক সিনেমা বিজ্ঞাপনে কাজ করছে।

আয়নাবাজি, অজ্ঞাতনামা, ঢাকা এটাক, মেয়েটি এখন কোথায় যাবে, পোড়ামন-২, নোনা জলের কাব্য, যৈবতি কন্যার মন, প্রহেলিকা, মাইক, জংলি, উৎসবের মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছে পিদিম থিয়েটারের শিশু-কিশোররা। সংগঠনটির শিশুরা অনবদ্য অভিনয়ের জন্য এখন পর্যন্ত তিনবার ‘শিশু ক্যাটাগরি’তে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ভূষিত হয়েছে।

‘পিদিম থিয়েটার’ সম্পর্কে প্রতিষ্ঠাতা আকতার হোসেন বলেন- আমি বাচ্চারদের উড়তে শেখাতে চাই, প্রতিভার আলো ছড়াতে চাই, আমি চাই আমার বাচ্চারা দেশ-বিদেশে সুনামের সাথে বিচরণ করুক, আমি নিজে থিয়েটারের লোক তাই শুরু থেকেই আমি চেয়েছি থিয়েটার চর্চার মাধ্যমে একটি শিশু সত্য, ন্যায়, মানবতা, নৈতিকতা শেখার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক। তাদের ভালো কাজের মাধ্যমে তারা প্রতিষ্ঠা পাক, সেই লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট