
বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর রূপচর্চার গোপন রহস্য ফাঁস করেছেন। গ্ল্যামারাস লুকের জন্য পরিচিত এই অভিনেত্রী জানিয়েছেন মেকআপের চেয়ে তিনি ত্বকের যত্নেই বেশি গুরুত্ব দেন। তাঁর মতে, ত্বক সুস্থ থাকলে মেকআপ এমনিতেই সুন্দর দেখায়।
তারা বলেন- তিনি মেকআপ হালকা রাখতে পছন্দ করেন, কারণ এটিই তাঁর চেহারার সঙ্গে সবচেয়ে ভালো মানিয়ে যায়। মেকআপের ক্ষেত্রে তাঁর প্রধান মনোযোগ থাকে চোখের দিকে। নিজের চোখ ছোট মনে হওয়ায় তিনি চোখে প্রচুর মাসকারা লাগাতে ভালোবাসেন। এটি তাঁর চোখকে আরও আকর্ষণীয় করে তোলে।
এ ছাড়া সামান্য ব্রাশ ব্যবহার করেন এবং তাঁর পছন্দের মেকআপ পণ্য ক্রাশড লিপ গ্লস। তিনি এটিকে তাঁর নিত্যদিনের পণ্য হিসেবে উল্লেখ করেছেন। তাঁর এই সহজ এবং কার্যকরী মেকআপ রুটিন অনেককেই অনুপ্রাণিত করবে বলে ধারণা করা হচ্ছে। তারার এই টিপস থেকে স্পষ্ট বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ত্বকের অভ্যন্তরীণ যত্নেই তাঁর কাছে আসল সৌন্দর্য।
মন্তব্য করুন