মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

অসুস্থ হয়ে ভেনিস ছাড়লেন জর্জ ক্লুনি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১০:৪৫ এএম
জর্ ক্লুনি
জর্ ক্লুনি

বিশ্বের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র তারকা জর্জ ক্লুনি ভেনিস চলচ্চিত্র উৎসবের শুরুতেই অসুস্থ হয়ে পড়েছেন। এর ফলে তাকে তার নির্ধারিত সফরসূচি কাটছাঁট করতে হয়েছে। তার আসন্ন ছবি ‘জে কেলি’ এর বহু প্রতীক্ষিত বিশ্ব প্রিমিয়ারের ঠিক আগে এই ঘটনা ভক্ত ও সংবাদকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত বুধবার থেকে ক্লুনি হঠাৎ অসুস্থ বোধ করেন। তাকে চিকিৎসকের পরামর্শে বুধবারের সব অনুষ্ঠান বাতিল করে বাসায় ফিরে বিশ্রাম নিতে বলা হয়। এর মধ্যে তার নতুন ছবি ‘জে কেলি’ এর একটি প্রেস জাঙ্কেট এবং ছবির কলাকুশলীদের সঙ্গে নৈশভোজ ছিল। বৃহস্পতিবার এই ছবিটির প্রেস কনফারেন্স এবং সন্ধ্যায় বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে ক্লুনির অসুস্থতা গুরুতর কিছু নয়। কিন্তু তার আকস্মিক অনুপস্থিতি নিয়ে ভেনিসের লিডো দ্বীপে নানা গুঞ্জন শুরু হয়। একজন পেশাদার তারকা হিসেবে ক্লুনি সর্বদা তার প্রতিশ্রুতি রক্ষা করে থাকেন। তাই তার হঠাৎ করে অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানো সবার মনোযোগ আকর্ষণ করেছে। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ক্লুনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে চাইছেন, কারণ তিনি নোয়াহ বম্বাচ পরিচালিত এই ছবিটি নিয়ে বেশ গর্বিত।

এটি পরপর দ্বিতীয়বারের মতো কোনো বড় তারকা ভেনিস চলচ্চিত্র উৎসবে অসুস্থ হয়ে পড়লেন। গত বছর জন ওয়াটসের ছবি ‘উলফস’ এর প্রিমিয়ারে তার সহ-অভিনেতা ব্র্যাড পিট উপস্থিত থাকলেও পরিচালক জন ওয়াটস কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় উৎসবে যোগ দিতে পারেননি।

এই বছর ভেনিস চলচ্চিত্র উৎসব তারকাদের ভিড়ে ঝলমল করছে। এর বেশিরভাগ কৃতিত্ব নেটফ্লিক্সের। নোয়াহ বম্বাচে-এর ‘জে কেলি’ ছাড়াও গুইলারমো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ এবং ক্যাথরিন বিগেলোর ‘এ হাউজ অব ডিনামাইট’ এর মতো বড় বাজেটের ছবি উৎসবে প্রদর্শিত হবে। ‘জ কেলি’ ছবিতে ক্লুনিকে একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতার চরিত্রে দেখা যাবে, যিনি তার ম্যানেজার রনের (অ্যাডাম স্যান্ডলার অভিনীত) সঙ্গে ইউরোপ জুড়ে একটি অপ্রত্যাশিত কিন্তু গভীর যাত্রায় বের হন।

ছবিটির পরিচালক নোয়াহ বম্বাচ তার বিবৃতিতে বলেছেন- ‘জে কেলি’ একজন মানুষের জীবনের দিকে ফিরে তাকানো এবং তার নেওয়া সিদ্ধান্ত, ত্যাগ, সাফল্য ও ভুলগুলো নিয়ে ভাবনা। এটি আমাদের পরিচয়, আমরা কীভাবে নিজেদেরকে উপস্থাপন করি এবং জীবনের অর্থ কী, এসব নিয়ে প্রশ্ন তোলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট