
গতকাল (২৯ আগস্ট) বলিউডে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘পরম সুন্দরী’ । তবে মুক্তির আগেই যে পরিমাণ উন্মাদনা ছিল বক্স অফিসে তার প্রতিফলন সেভাবে দেখা যায়নি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ‘পরম সুন্দরী’ প্রথম দিনে আয় করেছে ৭.২৫ কোটি রুপি। ছবিটি একটি ক্রস-কালচারাল প্রেমের গল্প নিয়ে তৈরি, যেখানে এক চরিত্র দিল্লির এবং অন্যজন কেরালার। প্রথম দিন অন্য কোনো বড় ছবি মুক্তি না পাওয়ায় ‘পরম সুন্দরী’ একাই ছিল বক্স অফিসে।
ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজীব খান্ডেলওয়াল এবং আকাশ দাহিয়া। ছবির গানগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে ‘পরদেশিয়া’ গানটি মুক্তির আগেই দর্শকদের মন জয় করে নিয়েছে।
সিদ্ধার্থ মালহোত্রার আগের ছবি ‘যোদ্ধা’, ‘থ্যাংক গড’ এবং ‘মারজাভান’ বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি। তবে জাহ্নবী কাপুরের ‘দেবারা’ বিশ্বব্যাপী ৪২১ কোটি রুপি আয় করে বাণিজ্যিকভাবে বড় সাফল্য পেয়েছিল।
বক্স অফিসের এই প্রাথমিক ফলাফল দেখে মনে হচ্ছে, ‘পরম সুন্দরী’ ছবিটি তার কাঙ্খিত লক্ষ্যের অনেকটাই নিচে রয়েছে। এখন দেখার বিষয় সপ্তাহ শেষে ছবিটি তার দর্শক ধরে রাখতে পারে কিনা।
মন্তব্য করুন