
বিকাশের মডেল হলেন একসময়ের মঞ্চাভিনেতা নিরঞ্জন নিরু। তবে একসময় ইচ্ছা ছিল লেখক, নাট্যকার ও পরিচালক হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করবেন। হুমায়ূন আহমেদের প্রধান সহকারী জুয়েল রানা বকুলের কাছে ফোনও করেছিলেন তিনি।
সরাসরি সুযোগ না দিয়ে বকুল তাকে পরামর্শ দেন প্রথমে থিয়েটারে যুক্ত হতে। সেই পরামর্শ মেনে নিরু রংপুরের পদাতিক নাট্যদলে যোগ দেন এবং নিয়মিত অভিনয় চর্চা শুরু করেন।
শিক্ষাজীবন শেষ করে ২০১১ সালে ঢাকায় আসেন নিরু। এরই মধ্যে থিয়েটারের নেশা তাকে পুরোপুরি গ্রাস করেছে। ঢাকায় এসে যুক্ত হন দেশের প্রথম সারির নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’-এর সঙ্গে। এ দলে থেকে তিনি সুজন বাদিয়ার ঘাট, আওরঙ্গজেব, বিবাদি সারগাম ও হাসন জানের রাজা নাটকে অভিনয় করে মঞ্চে নিজের মেধার পরিচয় দেন।
২০১১ সালেই দিপংকর দীপনের নির্দেশনায় অকর্মণ্য নাটকে অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশন নাটকে যাত্রা শুরু করেন নিরঞ্জন নিরু। এরপর থেকে তিনি কয়েক ডজন নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।
সম্প্রতি বিকাশের একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যায় তাকে। এ বিষয়ে নিরু বলেন, “নুহাশ হুমায়ূনের পরিচালনায় বেশ কয়েক মাস আগে গাজীপুরে বিজ্ঞাপনটির শুটিং হয়েছিল। সম্প্রতি এটি অনলাইন ও টেলিভিশনে প্রচার শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ৩ কোটি দর্শক বিজ্ঞাপনটি অনলাইনে দেখেছেন।”
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে তিনি গ্রামীণফোন, মোজো সফট ড্রিংকস, অপো মোবাইল, ইমো অ্যাপসহ বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করেছেন, যেগুলো ইতোমধ্যে প্রচারিত হয়েছে। নাটক, টেলিভিশন ও বিজ্ঞাপন—তিন ক্ষেত্রেই সমানতালে কাজ করে নিজের অবস্থান পোক্ত করছেন নিরঞ্জন নিরু।
মন্তব্য করুন