মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

১২টি মনোনয়ন পেয়ে ভিএমএ এর শীর্ষে লেডি গাগা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:৪৯ পিএম
লেডি গাগা
লেডি গাগা

‘টেলিভিশন সংগীত জগতে বিশেষ অবদানের জন্য’ লেডি গাগা এবার ফিরছেন এমটিভি ভিএমএ (ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস) এর মঞ্চে। আমেরিকান এই পপতারকা ২০২৫ সালের ভিএমএ-তে পারফর্ম করবেন বলে নিশ্চিত করা হয়েছে। শনিবার এমটিভি ও ভিএমএ তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই খবরটি ঘোষণা করেছে।

ভিএমএ তাদের ইনস্টাগ্রাম পোস্টে জানায়- ‘২০২৫ এর ভিএমএ-তে এবার জাদু তৈরি হবে, কারণ লেডি গাগা পারফর্ম করতে আসছেন। আপনারা তাঁর প্রত্যাবর্তন দেখতে ভুল করবেন না’।

এবারের অনুষ্ঠানে পারফর্ম করা শিল্পীদের তালিকায় লেডি গাগার সঙ্গে আরও রয়েছেন সাবরিনা কার্পেন্টার, ডোজা ক্যাট, জেলি রোল, পোস্ট ম্যালোন এবং টেট ম্যাকরে। এছাড়াও সম্বর, অ্যালেক্স ওয়ারেন, ডিজে স্নেক-এর সঙ্গে জে বালভিন ও মঞ্চ মাতাবেন।

২০২০ সালের পর এই প্রথম লেডি গাগা ভিএমএ-তে পারফর্ম করতে যাচ্ছেন। পাঁচ বছর আগে তিনি আরিয়ানা গ্র্যান্ডের সঙ্গে ‘রেইন অন মি’ গানটি গেয়েছিলেন। এই বছর ‘আব্রেকাডাব্রা’ খ্যাত এই গায়িকা মোট ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছেন যা অন্য সব শিল্পীর তুলনায় বেশি। তিনি ‘ভিডিও অফ দ্য ইয়ার’ (‘ডাই উইথ আ স্মাইল’ গানের জন্য), ‘আর্টিস্ট অফ দ্য ইয়ার’ এবং ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’ (‘মেইহেম’ অ্যালবামের জন্য) এর মতো গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। তাঁর পরের অবস্থানে ১১টি মনোনয়ন নিয়ে রয়েছেন ব্রুনো মার্স এবং ১০টি মনোনয়ন পেয়েছেন কেনড্রিক লামার।

লেডি গাগা এর আগে ১৮টি ভিএমএ জিতেছেন। ভিএমএ এর মঞ্চে তাঁর সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলির মধ্যে অন্যতম ২০০৯ সালের ‘পাপারাজ্জি’ গানের পরিবেশনা এবং ২০১০ সালে কাঁচা মাংসের তৈরি পোশাক পরে অনুষ্ঠানে আসা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট