মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

অভিনেত্রী নাদিয়া আহমেদ-এর জন্মদিন আজ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০১:০৮ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০১:১৬ পিএম

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল নাদিয়া আহমেদ। নিপুণ অভিনয় দক্ষতা গুণে দর্শকদের কাছে জনপ্রিয় লাস্যময়ী নাদিয়া আহমেদ। অসংখ্য নাটকে অভিনয় করেছেন নাদিয়া, করেছেন মডেলিংও। সাংস্কৃতিক ক্যারিয়ারে এক সময় নাচকে বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। যদিও অভিনয়শিল্পী হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন।

আজ ৩১ আগস্ট নাদিয়ার জন্মদিন। ঢাকায় জন্ম নেয়া নাদিয়ার বাবা নাজির আহমেদ ও মা আফরোজা আক্তার। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে তিনি সিটি কলেজ থেকে গ্রাজুয়েশন করেন।

শৈশব থেকেই নাচের প্রতি গভীর অনুরাগ ছিল নাদিয়ার। শোবিজ ক্যারিয়ারও শুরু হয় নাচ দিয়ে। নাচে তিনি অসামান্য নৈপুণ্যতা দেখালেও এখন তিনি বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী। ছোটবেলায় বাংলাদেশ টেলিভিশনের প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’তে তিনি নৃত্যে এবং অভিনয়ে পুরস্কৃত হয়েছিলেন। ১৯৮৬ সালে বিটিভির শিশুতোষ অনুষ্ঠান 'শিশুমেলা'র মাধ্যমে ছোটোপর্দায় তার অভিষেক হয়।

তার নাচের গুরু প্রয়াত হাবিবুল চৌধুরী। এরপর শিশু একাডেমিতে নাচ শেখার পর ‘বাফা’ থেকে সাত বছরের ডিপ্লোমা কোর্স করেন। প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি। এরপর রাইজা খানম ঝুনু, সোহেল রহমান, শিবলী মহম্মদ, শামীম আরা নীপা ও দীপা খন্দকারের কাছেও নৃত্যের দীক্ষা নিয়েছেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্টমাস্টার’র রতন চরিত্রে বাড়ইয়ের লেখা স্ক্রিপ্টে অভিনয় করেই নতুন কুঁড়িতে পুরস্কৃত হয়েছিলেন এ অভিনেত্রী।এরপর পরই নাদিয়া বিটিভির ‘বারো রকমের মানুষ’ নাটকে অভিনয়ের সুযোগ পান। মাঝে বিরতির পর ২০০০ সাল থেকে নাদিয়া অভিনয়ে নিয়মিত হতে শুরু করেন। অবশ্য রেজানুর রহমানের ‘ছায়াকায়া’ নাটকটি প্রথম প্রচারে আসে। এতে অভিনয় করে সম্ভাবনাময়ী অভিনেত্রী হিসেবে ‘বাচসাস’ পুরস্কারে ভূষিত হন। তবে তার আগে তিনি মোহন খানের ‘দূরের মানুষ’ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।

অভিনয় জীবনে দুই যুগ পার করেছেন নাদিয়া আহমেদ। তার মতে অভিনয় জীবনের দীর্ঘদিনের এ পথচলায় দিনের পর দিন দেশে কিংবা দেশের বাইরে মানুষের এই যে অকৃত্রিম ভালোবাসা, এটাই তো আসলে জীবনের বড় প্রাপ্তি। তিনি বলেন- আমি খুব সাধারণ একজন মানুষ। ভীষণ আনন্দ নিয়েই পরিবার, বন্ধু-বান্ধবদের সঙ্গে জীবন উদযাপন করতে ভালোবাসি।

নাদিয়া আরও বলেন, আমি আমার শিক্ষকদের ভীষণ ভালোবাসি, শ্রদ্ধা করি। জীবনে বড় হতে গেলে অধ্যবসায় ও সততার বিকল্প নেই। আমি আমার সব সহশিল্পী, পরিচালক, প্রযোজক, নাট্যকারসহ নাচের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি, সর্বোপরি দর্শকের প্রতি কৃতজ্ঞ। কারণ সবার সহযোগিতা ও ভালোবাসায় আমি আজকের নাদিয়া। বর্তমানে নাটক, বিজ্ঞাপন, ওটিটিতে নিয়মিতই কাজ করছেন তিনি।

নাদিয়া অভিনীত নাটকগুলোর মধ্যে 'বার রকমের মানুষ', ‘দূরের মানুষ’, ‘নীল রঙের গল্প’, ‘চার কন্যা’, ‘অবশেষে কাছে এসে’, ‘নীল মেঘ কুয়াশা আর ভালোবাসা’, ‘পাগলা হাওয়ার দিন’, ‘ওরা বখাটে’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘অল্প স্বল্প গল্প’, 'বৃষ্টিদের বাড়ি', 'বাবুই পাখির বাসা', 'চাইল্ডহুড লাভ', 'রবিনহুড আসে নাই তাই', 'ব্লাইন্ডনেস', 'স্বাস্থ্যই সকল সুখের মূল', 'তোর কপালে দুঃখ আছে', 'স্বীকৃতি', 'তোমায় হৃদ মাঝারে রাখবো' প্রভৃতি। আজ নাদিয়া আহমেদের জন্মদিন। বিশেষ এই দিনে তার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট