
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিখ্যাত বিজ্ঞানী এপিজে আবদুল কালামের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘কালাম: দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণী তারকা ধানুশ। ছবিটির পরিচালনা করছেন ওম রাউত, যিনি এর আগে ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ এবং ‘আদিপুরুষ’-এর মতো সফল ছবি পরিচালনা করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক ওম রাউত জানান- এপিজে আবদুল কালামের চরিত্রে ধানুশের মতো সেরা অভিনেতা আর কেউ হতে পারতেন না। ধানুশ একজন অসাধারণ অভিনেতা এবং আমি খুব খুশি যে তিনি এই চরিত্রটি করার জন্য রাজি হয়েছেন। আমি তাঁর কাজের প্রতি দারুণ শ্রদ্ধাশীল এবং এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে এই ছবিটির প্রথম লুক উন্মোচন করা হয়। ছবিতে একজন বিজ্ঞানী এবং রাষ্ট্রপতি হিসেবে কালামের জীবন তুলে ধরা হবে।
পরিচালক আরও বলেন- এই ছবির মূল লক্ষ্য এপিজে আবদুল কালামের দূরদর্শী ভাবনা এবং বিশেষ করে যুবসমাজের ওপর তাঁর গভীর প্রভাবকে উদযাপন করা। ড. কালাম আমার বেড়ে ওঠার সময় আমাকে অনুপ্রাণিত করেছেন। তাঁর লেখা বইগুলো আমার জীবন বদলে দিয়েছে। আমি চাই তাঁর গল্পটি এমনভাবে বলতে, যা তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। তিনি লোকমান্য তিলকের মতোই তরুণদের ওপর বিশ্বাস রাখতেন।
‘কালাম: দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ ছবিটি প্রযোজনা করছে টি-সিরিজের ব্যানারে ভূষণ কুমার এবং কিষাণ কুমার এবং অভিষেক আগরওয়াল আর্টস এর ব্যানারে অভিষেক আগরওয়াল ও অনিল সুনকারা।
মন্তব্য করুন