
		হলিউড ফ্র্যাঞ্চাইজি টোয়ালাইট ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত পাঁচটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছিল। এবার অক্টোবরে সেই সব ছবি আবার বড় পর্দায় দেখতে পাবেন দর্শকরা। প্রযোজনা সংস্থা লায়ন্সগেট তাদের সোশ্যাল মিডিয়ায় এই খবরটি নিশ্চিত করেছে।
প্রযোজনা সংস্থাটি বুধবার একটি গ্রাফিক্স পোস্ট করে জানায়- ‘চিরকাল আবার শুরু হচ্ছে’ (‘ফরএভার বিগিনস এগেইন’)। এতে প্রধান তিন অভিনেতা ক্রিস্টেন স্টুয়ার্ট, রবার্ট প্যাটিনসন এবং টেইলর লটনারের ছবি ব্যবহার করা হয়েছে। যদিও ঠিক কোন তারিখে সিনেমাগুলো মুক্তি পাবে তা এখনো জানানো হয়নি। তবে বৃহস্পতিবার আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে লায়ন্সগেট।
স্টেফানি মেয়ারের লেখা জনপ্রিয় বই অবলম্বনে নির্মিত এই সিরিজটি মূলত বেলা সোয়ান নামের এক সাধারণ মেয়ে এবং ভ্যাম্পায়ার এডওয়ার্ড কুলেনের জটিল প্রেমের গল্প। তাদের এই ভালোবাসার পথে বারবার বাধা হয়ে দাঁড়ায় অন্যান্য ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ এবং বেলার বন্ধু জেকব যে নিজেও একজন ওয়্যারউলফ।
‘টোয়ালাইট সাগা’ ফ্র্যাঞ্চাইজির মুক্তি পাওয়া পাঁচটি সিনেমা টোয়ালাইট, নিউ মুন, এক্লিপস, ব্রেকিং ডন পার্ট ১ এবং ব্রেকিং ডন পার্ট ২। সিরিজের প্রথম ছবি ‘টোয়ালাইট’ মুক্তি পেয়েছিল ২০০৮ সালের ২১শে নভেম্বর।
মন্তব্য করুন