
মায়ের স্মৃতিকে ধরে রেখে তার অভিনীত বিখ্যাত ছবি ‘চালবাজ’ এর রিমেকে অভিনয় করবেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে একটি প্রথম সারির প্রযোজনা সংস্থা শ্রীদেবীর আইকনিক এই ছবির রিমেকের জন্য জাহ্নবীকে প্রস্তাব দিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী জাহ্নবীর কাছে ‘চালবাজ’ শুধু একটি সিনেমা নয় এটি তার মায়ের স্মৃতি বিজড়িত এক আবেগ। তাই এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত হলেও একই সাথে বেশ সতর্কও। তিনি চান না কেবল মায়ের নাম ব্যবহার করে ছবিটি করতে বরং চান নিজের দক্ষতার প্রমাণ দিতে। এ কারণেই তিনি চারপাশের মানুষের থেকে এই বিষয়ে পরামর্শ নিচ্ছেন।
জাহ্নবী জানেন এই চরিত্রে অভিনয়ের জন্য তাকে শ্রীদেবীর সথে তুলনা করা হবে এবং তার কঠোর সমালোচনার মুখোমুখি হতে হবে। তিনি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করতে চান। চলতি বছরের সেপ্টেম্বরের শেষে তিনি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
‘চালবাজ’ এর রিমেকে জাহ্নবীর অভিনয়ের খবরটি সামনে আসার পর থেকেই দর্শকমহলে তাকে তার মায়ের মতো একই চরিত্রে দেখার আগ্রহ সৃষ্টি হয়েছে। আপাতত ছবির পরিচালক ও প্রযোজকের নাম গোপন রাখা হলেও খুব শিগগিরই এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
মন্তব্য করুন