মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বাড়ির নিরাপত্তায় জাংকুকের কড়া বার্তা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
জাংকুক
জাংকুক

নিজের ২৮তম জন্মদিন উদযাপনের সময় ভক্তদের উদ্দেশ্যে লাইভ চলাকালে বিটিএস তারকা জাংকুক সম্প্রতি তার বাড়িতে অনধিকার প্রবেশের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। দক্ষিণ কোরিয়ার এই সুপারস্টারের বাড়িতে সম্প্রতি একজন ৪০ বছর বয়সী মহিলা জোর করে ঢুকে পড়েছিলেন বলে জানা যায়। গত ২৯ আগস্ট জাংকুক লাইভ স্ট্রিমিংয়ে এসে এই ঘটনা সম্পর্কে ভক্তদের সতর্ক করেন। তিনি বলেন- তার বাড়ির গ্যারেজে একজন মহিলাকে ঢুকতে দেখে তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেন। পুলিশ আসার আগেই মহিলা তার বাড়ির ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করছিলেন।

জাংকুক আরও জানান- তার বাড়িতে একটি উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যা দিয়ে অনুপ্রবেশকারীদের সহজেই আটকে রাখা যায়। তিনি কঠোরভাবে তার ভক্তদেরকে এমন বেআইনি কাজ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। ঘটনা সম্পর্কে জাংকুক বলেন- ‘আমি উপর থেকে সিসিটিভি দেখছিলাম। একজন পুলিশ অফিসার উপরে এসেছিলেন। পার্কিং লটটি আন্ডারগ্রাউন্ডে। আমার জুতার কাছে আমি একটা শব্দ শুনতে পেলাম এবং পুরো পরিস্থিতিটা দেখছিলাম। আমি দ্রæত ছুটে যাই। সে দরজা খোলার চেষ্টা করছিল। আসলে সে দরজা খুলে ফেলেছিল তবে ততক্ষণে পুলিশ চলে এসেছিল। সে বলেছিল সে আমার বন্ধু।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাংকুক ভবিষ্যতে এমন কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে কী পরিণতি হবে তা পরিষ্কারভাবে জানিয়ে দেন। তিনি বলেন- ‘যদি তোমরা এখানে আসো আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমাদেরকে আটকে রাখা হবে এবং তারপর পুলিশ ধরে নিয়ে যাবে। আমার কাছে সব প্রমাণ রেকর্ড করা আছে। যদি তোমরা পুলিশ স্টেশনে যেতে চাও, তাহলে আসতে পারো’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট