
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে শাকিব খান-বুবলির ঘোরঘুরির ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেই আলোচনার রেশ চলে বেশ কিছুদিন। বিশেষ করে শাকিব খান কি ফের বুবলির সঙ্গে এক হচ্ছেন কিংবা অপু বিশ্বাসের সাথেই বা তার অবস্থান কি। এই প্রশ্ন যখন নেটিজেনদের মনে ঘুরপাক খাচ্ছে তখন ফের আলোচনায় অপু বিশ্বাস।
অপু বিশ্বাস ছেলে আব্রাম খান জয়কে বিদেশে পড়াশোনা করাবেন, এমনটা আগেই জানিয়েছিলেন। সে সিদ্ধান্ত বাস্তবে রূপ দিতে চলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই স্বীকার করেছেন সেই কথা। তিনি জানালেন, ছেলে জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করাবেন তিনি। এই সিদ্ধান্তটা সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে আলোচনা করেই নিয়েছেন। খুব শিগগিরই তারা জয়কে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করাবেন।
শিগগিরই ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দেবেন অভিনেত্রী। সঙ্গে থাকতে পারেন বাবা-মা দুজনেই। অপু বলেন, জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব। ছেলেকে দেশের বাইরে পড়ালেখা করানোর বিষয়ে অপু আরও বলেন, এই বিষয়টি আমার আর জয়ের বাবার (শাকিব খান) মধ্যেই আলোচনা হয়েছিল, তবে কীভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই। আমি আসলে একটু নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।
জানা যায়, গত এপ্রিল মাসে ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে ঘুরে বেড়িয়েছেন মা অপু বিশ্বাস। ছেলেকে সেখানে ভর্তি করানোর সকল প্রস্তুতিই যেন নিয়ে রেখেছেন তিনি।
মন্তব্য করুন