মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্ধকারে আলো’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পিএম

প্রযোজক এবং পরিচালকের মতে ব্যতিক্রমী গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘অন্ধকারে আলো’। ব্যতিক্রমী এই সিনেমা মুক্তি উপলক্ষে প্রচারের ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। প্রচারের অংশ হিসেবে সিনেমার অন্যতম প্রধান অভিনয়শিল্পীর পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির মগবাজারের কার্যালয়ে আগামীকাল ৩ সেপ্টেম্বর বুধবার বিকেল পাঁচটায় এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সিনেমার প্রধান দুই শিল্পী রাকিব এবং মুসকানসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। সিনেমাটির প্রযোজক মীর লিয়াকত আলী সংশ্লিষ্টদের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বাচসাস-এর সিনিয়র সদস্য ।

সংশ্লিষ্টরা জানান `অন্ধকার সমাজে আলো ছড়ানোর লক্ষ্যে নির্মাণ করা হয়েছে সিনেমা ‘অন্ধকারে আলো’। আকাশজমিন প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমার গল্পে অন্ধকার গ্রামে ধীকৃত এক যুবকের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন আনোয়ার সিরাজী। সিনেমটির গল্প রচনা করেছে মীর লিয়াকত আলী।

অতি সম্প্রতি ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সিনেমাটি অচিরেই মুক্তি দেওয়ার ইচ্ছা কর্তৃপক্ষের। প্রযোজক মীর লিয়াকত আলী বলেন, সাধারণ মানুষের কাছে ‘অন্ধকারে আলো’ পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিকল্প প্রদর্শনীর ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই ব্যতিক্রমী প্রচারের মাধ্যমে সিনেমা হল এবং পর্যায়ক্রমে জেলা-উপজেলা-বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। সিনেমাটি বিকল্প প্রদর্শনীর মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে দিতে চান।

পরিচালক আনোয়ার সিরাজী বলেন, দেশের সিংহভাগ মানুষ বিভিন্ন কারণে হলবিমুখ। তারা পরিবার নিয়ে সিনেমা দেখার দীর্ঘদিনের অভ্যাস ত্যাগ করেছে। কিন্তু ‘অন্ধকারে আলো’ পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা, নেই কোনো অশ্লীলতা। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রাকিব, মুসকান, তিথী, মিথিলা, ফরহাদ, রেবেকা, জ্যাকি আলমগীর, ফিরোজ আলম, আনোয়ার সিরাজী, ববি, রেজা হাসমতসহ আরো অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট