
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রার পরিবার আর্থিক সংকটে পড়েছে। এর জের ধরে বন্ধ হয়ে যাচ্ছে মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ ‘বাস্তিয়ান বান্দ্রা’। এই রেস্তোরাঁটি মুম্বাইয়ের রাতের জীবন বা নাইটলাইফের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। এটি বন্ধ হয়ে যাওয়ার খবরে অনেকেই হতাশ হয়েছেন।
অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল যে কুন্দ্রা পরিবার আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই রেস্তোরাঁ বন্ধের ঘোষণা এলো। শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে সম্প্রতি একটি বড় আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। দীপক কোঠারি নামে মুম্বাইয়ের এক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে ৬০ কোটি ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এনেছেন। অভিযোগ অনুযায়ী কোঠারি ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থায় বিনিয়োগ করেছিলেন। কিন্তু অভিযোগকারী দাবি করেছেন এই টাকা ব্যবসার কাজে না লাগিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে।
মুম্বাইয়ের অর্থনৈতিক অপরাধ শাখা ইওডব্লিও এই ঘটনার তদন্ত করছে। তবে শিল্পা এবং রাজ কুন্দ্রার আইনজীবীরা এই অভিযোগ অস্বীকার করেছেন।
রেস্তোরাঁ বন্ধ হওয়ার খবরটি শিল্পা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন- ‘এই বৃহস্পতিবার একটি যুগের অবসান হতে চলেছে। মুম্বাইয়ের অন্যতম সেরা ঠিকানা বাস্তিয়ান বান্দ্রাকে আমরা বিদায় জানাচ্ছি, এই জায়গাটি অসংখ্য স্মৃতি, অবিস্মরণীয় রাত এবং শহরের নাইটলাইফকে নতুন রূপ দিয়েছিল।
মন্তব্য করুন