
		বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান ক্যারিয়ারের রজতজয়ন্তী উদযাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার কোলে এক নবজাতকের ছবি। সেখানে দাবি করা হয়, তাহসান ও তার স্ত্রী রোজা বাবা-মা হয়েছেন।
এমন গুজবে বিব্রত হন এই তারকা। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য ছড়িয়ে দেওয়ায় খানিকটা মনঃক্ষুণ্নও প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাহসান বলেন, ‘ছবিটা আসলে তিন বছর আগের। আমার ছোট ভাইয়ের সন্তানের জন্মের সময় হাসপাতালে গিয়েছিলাম। তখনই শিশুটিকে কোলে নিয়ে ছবি তুলেছিলাম’।
সংগীত জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে চলতি সেপ্টেম্বর মাসেই অস্ট্রেলিয়ায় মাসব্যাপী কনসার্ট করার পরিকল্পনাও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন জনপ্রিয় এই গায়ক ও অভিনেতা।
মন্তব্য করুন