মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নোলানের চিত্রনাট্যকে সেরা বললেন হল্যান্ড

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ এএম
টম হল্যান্ড
টম হল্যান্ড

ফরাসি সংবাদ সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস এর সঙ্গে আলাপচারিতায় টম হল্যান্ড জানান তিনি ম্যাট ডেমন অভিনীত ‘দ্য ওডিসি’ এর শুটিং শেষ করেছেন। এখন তিনি পুরোপুরি মনোযোগ দিচ্ছেন ‘স্পাইডার-ম্যান’ এর নতুন কিস্তিতে।

হল্যান্ডের মতে ক্রিস্টোফার নোলানের এই ছবিটি তার পড়া চিত্রনাট্যগুলোর মধ্যে সেরা। তিনি বলেন- নোলান জানেন তিনি ঠিক কী চান এবং তার সঙ্গে কাজ করাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। তিনি নোলানকে ‘সহযোগী’ বলেও অভিহিত করেন। কাজ করার অভিজ্ঞতা নিয়ে হল্যান্ড বলেন- এটা ছিল খুবই রোমাঞ্চকর এবং অন্যরকম একটা অভিজ্ঞতা। আমার মনে হয় এই ছবিটি এমন হবে যা আমরা আগে কখনো দেখিনি।

তিনি নোলান ও প্রযোজক এমা থমাসের প্রশংসা করে বলেন- তারা যেভাবে কাজ করেন, তা আমি আগে কখনো দেখিনি। নিঃসন্দেহে তারা এই ব্যবসার সেরা। ‘দ্য ওডিসি’-তে অভিনয়ের প্রস্তাব পাওয়াটা ছিল আমার জীবনের সেরা একটি ফোন কল। ১০ বছর আগে স্পাইডার-ম্যান এর প্রস্তাব পাওয়ার মতোই এটি আমার কাছে স্মরণীয়। আমি সত্যিই গর্বিত এবং দারুণ উত্তেজিত।

‘দ্য ওডিসি’ মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট