বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন দীঘি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ পিএম

ঢালিউড অভিনেতা সুব্রত ও প্রয়াত অভিনেত্রী দোয়েলের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে যে জনপ্রিয়তা দীঘি পেয়েছিলেন বড় হয়ে তা খুব বেশি ধরে রাখতে পারেননি। সে স্থান দখল করেছে সমালোচনাসহ আরও না বিতর্কে। আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সাথে তার প্রেম নিয়ে প্রচুর চর্চা চলেছে। তবে এই সম্পর্ককে বরাবরই বন্ধুত্বের বলে গেছেন তারা। অনেকে ধরে নিয়েছিলেন তারা বিয়েও করবেন। আফ্রিদি বিয়ে করেছেন ঠিকই। তবে সকলের ধারণা ভুল প্রমান করে পাত্রী দীঘি নয়, বরং পারিবারিকভাবে ঠিক করা একজনকে।

সম্প্রতি গ্রেপ্তার রয়েছেন আফ্রিদি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর আবারও ব্যাপক আলোচনায় উঠে আসে তার নাম। সেই সাথে অনেক ধরনের অভিযোগও উঠে আসতে শুরু করে এই তার নামে। আলোচনায় আসে দীঘি-আফ্রিদির প্রেমের ঘটনাও।

দেশের এক গণমাধ্যম সাক্ষাৎকারে আফ্রিদির বিষয়ে স্পষ্টভাবে কথা বললেন চিত্রনায়িকা দীঘি। তিনি জানান, ‘মাই টিভির একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওটাতে সে অ্যাংকর ছিলো। ওখান থেকেই প্রথম দেখা, পরিচয়। এবং তারপরে ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ রেডি ছিলাম না ওটা এতো ভাইরাল হবে।’

তৌহিদ আফ্রিদি নিজেকে দীঘির বয়ফ্রেন্ড দাবি করতো, এমন গুঞ্জনও ভেসে উঠেছিল শোবিজে। প্রেমের গুঞ্জন প্রসঙ্গে দীঘি বলেন, আমরা কখনো এরকম কথা বলিনি। আমি তো বলিনি। আর ও তো আরো বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল যে, যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়, শোবিজে অনেক বেশি কথা হয়ে যায়, অনেক বেশি নিউজ হওয়া শুরু করে, তখন এই জিনিসটা নিয়ে আমাদের ফ্যামিলি বিব্রত হয়ে যায়।

কারণ যে জিনিসটা নিয়ে আমরা অবগত না, কিংবা যে জিনিসটা আমাদের আশেপাশে কেন হবে, এরকম নিউজ কেন হবে? কারণ আমরা এটার জন্য প্রস্তুত না। এটা খুব পার্সোনাল কথা লিখে ফেলছে। তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে দেড় বছর কথাই বলিনি ঠিকমতো। দেখা করাও অফ করে দিয়েছি। তৌহিদ আফ্রিদি বর্তমানে রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার