মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
আশীষ দেবরায়ের কথা ও সুর

হুমায়রা বশিরের নতুন গান ‘তোমার নিশ্বাসে’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ পিএম

প্রতিভাময়ী শিল্পী হুমায়রা বশিরের কণ্ঠে প্রকাশ হয়েছে নতুন গান `তোমার নিশ্বাসে‘। চায়ের দেশ সিলেটে শ্রীমঙ্গলে চিত্রায়িত হলো তরুণ প্রজন্মের শিল্পী প্রখাত শিল্পী বশির আহমেদের সুযোগ্য সন্তান হুমায়র বশিরের কণ্ঠের নতুন গান `তোমার নিশ্বাসে‘। গানটির গীতিকার ও সুরকার আশীষ দেবরায়। আর গানটির জন্য সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী বশির আহমেদের আরেক সুযোগ্য সন্তান রাজা বশির।

‘আমার প্রতিটি ক্ষণ যেন কাটে তোমার নিশ্বাসে‘ এমন কথামালার নতুন এ গানটির খবর জানিয়ে এ প্রসঙ্গে গীতিকার আশীষ দেবরায় বলেন `আমার লেখা এবং সুর করা অনেক অনেক গানের মধ্যে এই প্রথম কোন গান শ্রীমঙ্গলে আমার জন্মস্থানে শুটিং করা হলো। এই গানের শিল্পী হুমায়রা বশীর। আবারো ভাললাগার প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে। অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি কিংবদন্তি তুল্য কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় বশির আহমেদ স্যারের সুযোগ্য কন্যা হুমায়রা বশিরের প্রতি, একটি সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য’।

এই গানটি ছাড়াও আশীষ দেবরায়ের লেখা এবং সুর করা আরো একাধিক গান অচিরেই প্রকাশ হতে যাচ্ছে। এর মধ্যে তরুণ প্রজন্মের শিল্পী জেরিন তুবার `কাশফুল‘, অবন্তি সিথির `স্বপ্নের আকাশ মাঝে‘, সঙ্গীত শান সায়েক, হুমায়র বশিরের কণ্ঠে রূপা খানমের লেখা আশীষ দেবরায়ের সুর করা `একটি বর্নালী ফাগুন রাতে‘ সঙ্গীত শান সায়েক প্রভৃতি অন্যতম।

সামাজিক মাধ্যমে একাধিক নতুন গানের খবর জানিয়ে আশীষ দেবরায় লেখেন ‘এই সপ্তাহে আমার লেখা এবং সুর করা দুটি গান তৈরি করলাম গানগুলো করেছেন শ্রাবন্তি তহুরা দিপ্তি ( বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহী) এবং জেরিন তুবা। মিউজিক শান সায়েক এবং মাকসুমুল হুদা বাড্ডু । আগামী সপ্তাহের গানগুলো আপনাদের জন্য আমরা প্রচার করবো। আপনাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে’। গানগুলোর শ্রোতাপ্রিয়তা নিয়ে বরাবরের মতো আশাবাদী গীতিকবি ও সুরকার আশীষ দেবরায়। তিনি মনে করে অতীতের মত নতুন এ গানগুলোও শ্রোতারা পছন্দ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার