
বলিউড সুপারস্টার সালমান খানের অন্যতম জনপ্রিয় ছবি ‘এক থা টাইগার’ আবারও বড় পর্দায় ফিরছে। ২০১২ সালে মুক্তি পাওয়া এই অ্যাকশন থ্রিলারটি ছিল সেই বছরের অন্যতম সর্বোচ্চ আয় করা সিনেমা। এটি শুধু বক্স অফিসেই ঝড় তোলেনি বরং যশ রাজ ফিল্মসের জনপ্রিয় স্পাই ইউনিভার্সেরও সূচনা করে। দর্শকদের জন্য এটি এক দারুণ সুযোগ যারা ছবিটি প্রথমবার প্রেক্ষাগৃহে দেখতে পারেননি তারা আবারও টাইগার এর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন।
কবির খান পরিচালিত এই ছবিতে সালমান খান ‘টাইগার’ নামের এক ভারতীয় গোয়েন্দা এজেন্টের চরিত্রে অভিনয় করেন। তার সঙ্গে প্রধান নারী চরিত্রে ছিলেন ক্যাটরিনা কাইফ। এছাড়াও রণবীর শোরি, রোশন শেঠ, গিরিশ কার্নাড এবং গাভি চাহাল সহ-অভিনেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
‘এক থা টাইগার’ পুনরায় মুক্তির পাশাপাশি সালমান খান তার আসন্ন কিছু বড় প্রজেক্ট নিয়েও ব্যস্ত রয়েছেন। তার পরবর্তী সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এছাড়া গুঞ্জন শোনা যাচ্ছে পরিচালক কবির খানের সাথে তার ব্লকবাস্টার হিট ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়েও আলোচনা চলছে যা আবারও তাদের আবেগঘন গল্পের জাদু ফিরিয়ে আনতে পারে।
এই মুহূর্তে ছবিটির পুনরায় মুক্তির নির্দিষ্ট তারিখ জানা যায়নি। তবে বলিউডপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় তারকাকে আবারও পর্দায় ‘টাইগার’ রূপে দেখার জন্য।
মন্তব্য করুন