মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নেটফ্লিক্সে ‘সাইয়ারা’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ এএম
সাইয়ারা
সাইয়ারা

ইয়াশ রাজ ফিল্মস এবং মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ এই বছর এক নতুন উন্মাদনা তৈরি করেছে। বলিউডের নতুন সেনসেশন আহান পান্ডে এবং আনিট পাড্ডা অভিনীত ছবিটি ভারতীয় সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী প্রেমের গল্পের রেকর্ড গড়েছে। আধুনিক প্রেমের নতুন সংজ্ঞা দেওয়া এই ছবিটি আজ থেকে (১২ সেপ্টেম্বর) থেকে বিশ্বের ১৯০টি দেশে শুধুমাত্র নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু করছে।

ছবিটির নেটফ্লিক্সে মুক্তি প্রসঙ্গে পরিচালক মোহিত সুরি বলেন- ‘সাইয়ারা আমার কাছে সব সময়ই একটি বিশেষ ছবি হয়ে থাকবে। বিশ্বব্যাপী দর্শকরা যেভাবে ছবিটি থিয়েটারে গ্রহণ করেছেন, তা সত্যিই অবিশ্বাস্য। যেহেতু ছবিটি এবার নেটফ্লিক্সে যাত্রা শুরু করছে, আমি খুবই আনন্দিত যে আরও অনেক মানুষ কৃষ এবং বাণীর প্রেমের গল্পটি আবিষ্কার করতে পারবেন। প্রেমের গল্পগুলো বিশেষ হয় কারণ এগুলো সর্বজনীন আর আমি আশা করি ‘সাইয়ারা’ পৃথিবীর প্রতিটি কোণায়, প্রতিটি হৃদয়ে ভালোবাসা ছড়াবে’।

ইয়াশ রাজ ফিল্মসের সিইও এবং সাইয়ারার প্রযোজক অক্ষয় বিধানি বলেন- ‘সাইয়ারার মাধ্যমে ওয়াইআরএফ এবং ভারতীয় চলচ্চিত্র শিল্প এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে’।

এই ছবিটি দিয়ে ইয়াশ রাজ ফিল্মসের সাথে নেটফ্লিক্সের অংশীদারিত্বে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। ‘সাইয়ারা’ এই আইকনিক স্টুডিওর প্রথম থিয়েটার রিলিজ, যা এই প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এবং ভবিষ্যতে আরও অনেক জনপ্রিয় কাজ মুক্তি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার