মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আগামীকাল মহিলা সমিতি মঞ্চে ‘লাভ লেটারস’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম

ফের মঞ্চায়ন হতে যাচ্ছে ভালোবাসার নাটক ‘লাভ লেটারস’। থিয়েটার প্রযোজিত এই নাটকটি পাঠাভিনয় করেন থিয়েটারের দুই জ্যেষ্ঠ শিল্পী রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার। আবদুস সেলিমের অনুবাদে নাটকটি নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। আগামীকাল ১৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলী রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে।

মার্কিন নাট্যকার এ আর গার্নির পুলিৎজার পুরস্কার মনোনয়নপ্রাপ্ত ‘লাভ লেটারস’ বিশ্বের নানা দেশে, নানা ভাষায় মঞ্চস্থ হয়েছে ও দর্শকপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি।

‘লাভ লেটারস’-এর বাংলা প্রযোজনায় যুক্ত করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গটি। কাজের ব্যস্ততা ও জীবনের বাস্তবতা দুটি মানুষকে দুই দিকে নিয়ে গেলেও ভালবাসা টিকে থাকে সারাজীবন। সেই ভালবাসার স্মৃতিচারণ নিয়েই নাটক। নাটকের দুই চরিত্র মাইশা ও অনন্ত-র জীবনের চলার পথের নানা বাঁক উন্মোচিত হয় পরস্পরকে লেখা চিঠির মাধ্যমে। তাদের জীবনে প্রধান প্রধান পর্যায় কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, কর্মজীবন আর সবশেষে আত্ম-অনুধাবন স্তরে উপনীত হওয়ার ছবি নাটকটিতে ফুটে ওঠে ।

ত্রপা মজুমদার নির্দেশিত ‘লাভ লেটারস’-এর মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন পলাশ হেন্ড্রি সেন। সৌরেন্দ্র ও সৌম্যজিতের আবহ সংগীতে আপন আহসান নির্মাণ করেছেন ভিডিও চিত্র। পোশাক পরিকল্পনায় গুলশান আরা মুন্নী। ডিজাইন ও অলংকরণ করেছেন প্রদীপ চক্রবর্তী।

এদিকে থিয়েটার সংশ্লিষ্টরা জানিয়েছে আগামীকাল ১৩ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে থিয়েটারের নাটক পথনাটক ‘অদৃশ্য হাত’ মঞ্চায়ন হবে। নাটকটি রচনা করেছেন খুরশীদ আলম, নির্দেশনা দিয়েছেন রবিন বসাক। এদিন বিকাল ৫ টায় নাটকটির মঞ্চায়ন হবে। নাটকটি সকলের জন্য উন্মুক্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট