
দেশের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে হাজির হয়েছেন। নতুন এই বিজ্ঞাপনচিত্রে দীপা খন্দকারের সঙ্গে জুটি বেঁধেছেন তরুণ অভিনেতা ও মডেল হেদায়েত উল্লাহ তুর্কী। লাবণ্য মিডিয়া হাউজ থেকে বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের স্বনামধন্য ফার্নিচার কাভার প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেকশেলের পারিবারিক গল্পে নির্মিত হয়েছে বিজ্ঞাপনচিত্রটি। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন মো. হেদায়েত উল্লাহ তুর্কী। খুব শীঘ্রই বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানা গেছে।
দীপা খন্দকার ও হেদায়েত উল্লাহ তুর্কী ছাড়াও এই বিজ্ঞাপনচিত্রে আরো আছেন রিমঝিম অরিন, শিশু শিল্পী আবরার, তৃধা পাউল মন, মিশকাত, নিম্মি জামান, ঐশি মনি, সাবরিনা শানু লাকি, সোনিয়া পারভীন, কানিজ ফাতেমা সূচি, প্রীতি ইসলাম রুহি, জান্নাতুল নাঈম জয়া, জ্যোতি, মোল্লা সৌম্য রহমান, অনুরাগ, নাবিলা চৌধুরীসহ অনেকে।
বিজ্ঞাপনের মডেল এবং নির্মাতা মো. হেদায়েত উল্লাহ তুর্কী বলেন দীপা খন্দকারের মতো একজন খ্যাতিমান মডেল ও অভিনেত্রীর সাথে সহশিল্পী হিসেবে কাজ করতে পেরে ভালো লেগেছে। তুর্কী বলেন চিত্র নায়িকা অপু বিশ্বাস কে নিয়ে আমার প্রথম বিজ্ঞাপন নির্মাণ শুরু হয়ে এটা আঠাশতম বিজ্ঞাপন। চলতি মাসে আরো পাঁচটি বিজ্ঞাপন নির্মাণের শিডিউল করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন