মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মাথার উপর থাকা বটবৃক্ষদের হারিয়ে ফেলছি: কনকচাঁপা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

দেশবরেণ্য লালনগীতি শিল্পী ফরিদা পারভীন শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ৭৩ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুসংবাদ পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। সেখানে ফরিদা পারভীনকে নিয়ে শোক প্রকাশের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আক্ষেপের কথাও বলেন তিনি।

সংবাদকর্মীদের ক্যামেরার সামনে কনকচাঁপা বলেন, ‘ফরিদা পারভীন আপা লালনগীতির যে জনপ্রিয়তা সৃষ্টি করেছিলেন, পুরো জায়গাটি তিনি শূন্য করে নিজের সঙ্গে নিয়ে গেলেন। যারা লালনগীতি শুনতাম, ফরিদা আপাকেই শুনতাম। মূলত যারা সাইজির আখড়ায় গান করেন তাঁদের গান এক রকম, আর ফরিদা আপার গান আরেক রকম। ফরিদা আপা ওখান থেকে লালনের গানটা তুলে এনে আধুনিকায়ন করে আমাদের কাছে উপস্থাপন করেছেন।’

শিল্পীর গায়কীর ভূয়সী প্রশংসা করে কনকচাঁপা বলেন, ‘উনার কণ্ঠে যে মায়া, শুধু লালনসঙ্গীত কেন বলব? তিনি দেশের গান কিছু গেয়েছেন, কিছু আধুনিক গান গেয়েছেন, তা অতুলনীয়। আমি যদি উদাহরণস্বরূপ ‘তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম’ গানটির কথা বলি, ওই গান অনবদ্য। উনার কণ্ঠ অনবদ্য, উনার সুর একদম তীরের মতো সোজা অন্তরে এসে লাগে। এইসব স্মৃতিচারণ করতে গেলে আমি আসলে এখন আবেগাপ্লুত হয়ে পড়ছি।’

সাধারণ মানুষের প্রতি আক্ষেপ প্রকাশ করে কনকচাঁপা বলেন, শিল্পীদের মৃত্যু নিয়ে অনেকে পাপ-পুণ্য বা দোজখ-বেহেশতের কথা বলেন। দাফন সম্পন্ন হওয়ার আগেই এই ধরনের আলোচনা শুরু হয়, যা শিল্পীদের জন্য কষ্টকর। সাধারণ মানুষ যারা তাদের আমার বিনীত অনুরোধ শিল্পীদের এত পাপী ভাববেন না আপনারা। দেশে আরও অনেক জায়গা আছে যেখানে পাপ আছে আমরা শিল্পীরা শুধু গানই করে যাই। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমাবেদনা রইল।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ফরিদা পারভীনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হয় জানাজা নামাজের জন্য।

কুষ্টিয়ায় মা–বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট