মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
মার্সেল মার্সো স্মরণে

রাজধানীতে তিনদিনব্যাপী মূকাভিনয় কর্মশালা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

বিশ্বখ্যাত মূকাভিনয় শিল্পী ও ‘মাস্টার অব মাইম’ খ্যাত মার্সেল মার্সোর অষ্টাদশ প্রয়াণবার্ষিকী স্মরণে ঢাকায় তিনদিনব্যাপী মূকাভিনয় কর্মশালার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন। ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে আগামী ২০-২২ সেপ্টেম্বর এ কর্মশালার আয়োজন করা হচ্ছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হবে ।

এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, প্রশিক্ষণ সম্পাদক শহিদুল মুরাদ ও বটতলা‘র থিয়েটার কর্মী কাজী রোকসানা রুমা।

কর্মশালার আয়োজকরা জানান, কর্মশালায় অভিনয়ের কৌশল নয়, বরং শরীর সচেতনতা, রিদমিক মুভমেন্ট, নাট্য উপস্থাপনা এবং সমসাময়িক জীবনের নানা বিষয়কে মূকাভিনয়ের ভঙ্গিতে প্রকাশের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কর্মশালায় অংশ নিতে ৩০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। আগ্রহীদের মেজবাহ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে । প্রয়োজনে বিস্তারিত জানতে ০১৮৭৯২৪২৫৩৯ এই নাম্বারে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন জানিয়েছে, তরুণ প্রজন্মকে মূকাভিনয় শিল্পচর্চায় আগ্রহী করে তোলা এবং আন্তর্জাতিক মানের শিল্পচর্চার সঙ্গে যুক্ত করতে নিয়মিতভাবেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট