
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে আগামী ১৬-১৮ সেপ্টেম্বর তিনদিনব্যাপী ‘আবহমান-স্বপ্নদল নাট্য-অয়োজন ২০২৫’ শীর্ষক উৎসবের আয়োজন করছে নাট্যসংগঠন ‘আবহমান’ এবং ‘স্বপ্নদল’। যৌথভাবে আয়োজিত এ উৎসবের প্রথম দু’দিন ১৬ ও ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার সন্ধ্যা সাতটায় আবহমানের পরিবেশনায় যথাক্রমে ‘সুন্দরী’ ও ‘চণ্ডীদাস’ প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন হবে।
এর মধ্যে ‘চণ্ডীদাস’ রচনা করেছেন শান্তা মারিয়া আর ‘সুন্দরী’ রচনাসহ এ দু’টি প্রযোজনারই নির্দেশনা দিয়েছেন শাহিন রিজভি। শেষদিন ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্বপ্নদলের প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ নাটকের ১২০তম মঞ্চায়ন হবে।
নাট্য সংশ্লিষ্টরা জানান মানুষের সঙ্গে বৃক্ষ তথা প্রকৃতির যে নিবিড় সম্পর্ক, তাকে ধারণ করেই ‘সুন্দরী’ নাট্যপ্রযোজনাটি নির্মিত হয়েছে। প্রকৃতি ও মানব প্রকৃতই এক অপরের পরিপূরক, তাই প্রকৃতির বিনাশ মানেই হলো মানব-অস্তিত্ব ধংসের অয়োজন! আর প্রায় পাঁচশত বছর আগে মধ্যযুগের কবি চণ্ডীদাসের মানসগঠন এবং তৎকালীন সমাজব্যবস্থা উপস্থাপিত হয়েছে ‘চণ্ডীদাস’ নাট্যপ্রযোজনায়। পাশাপাশি মধ্যযুগের সঙ্গে এ আধুািনক সময়ের যোগসূত্রের একটি উদাহরণও হয়ে উঠেছে প্রযোজনাটি।
অন্যদিকে, মহাভারত অবলম্বনে রচিত ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার নাট্যকাহিনিতে মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা মহাবীর অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। এবারে অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকে- অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে?
এভাবে ‘চিত্রাঙ্গদা’ পৌরাণিক কাহিনির আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপোড়েন এবং পাশাপাশি পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয়। ‘আবহমান-স্বপ্নদল নাট্য-আয়োজন ২০২৫’-এ ‘সুন্দরী’, চণ্ডীদাস এবং ‘চিত্রাঙ্গদা’ নাটকের প্রদর্শনীতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
মন্তব্য করুন