
		সম্প্রতি দক্ষিণ এশিয়ার প্রিয় মুখ হয়ে ওঠা পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের বাংলাদেশেও রয়েছে বিপুলসংখ্যক ভক্ত।
সে সুবাদে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন তিনি। ‘সানসিল্ক বাংলাদেশ’ -এর আমন্ত্রণে ব্র্যান্ডটির প্রচারণায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে তার এ আগমন।
পাকিস্তানে দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন হানিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবেই হানিয়ার এই বাংলাদেশ সফর বলে জানিয়েছে আয়োজকরা। তিনি বাংলাদেশে বেশ ক’দিন থাকবেন জানা গেছে। এই বিশেষ ইভেন্টেও থাকছে তার পক্ষ থেকে বিশেষ চমক। এই বিষয়ে বিস্তারিত জানা যাবে সানসিল্ক বাংলাদেশ-এর ফেসবুক পেজে।
এক ভিডিও বার্তায় হানিয়া জানিয়েছেন যে, প্রথমবারের মতো তিনি খুব শিগগিরই বাংলাদেশে আসবেন। হানিয়া বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া বলছি। আমি ঢাকায় আসছি, সবার সঙ্গে দেখা হবে।’
দর্শকদের কাছে তিনি এতটাই জনপ্রিয় যে তার স্টাইলও বেছে নিয়েছেন ভক্ত-দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর শুরু হয় তার অভিনয়জীবন। ২০১৬ সালে রোমান্টিক কমেডি ধাঁচের চলচ্চিত্র 'জানান' দিয়ে বড় পর্দায় প্রবেশ তার।
এরপর নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ দিয়ে বেশ অল্প সময়েই জয় করে নিয়েছেন দর্শকদের মন। একের পর এক করে গেছেন ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-্এর মতো জনপ্রিয় নাটক।
মন্তব্য করুন