মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ক্যাটরিনা অন্তঃসত্ত্বা, নাকি আবারও গুজব?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
ক্যাটরিনার গর্ভধারণ নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা
ক্যাটরিনার গর্ভধারণ নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা

একান্ত পারিবারিক অনুষ্ঠানে বিয়ে করেন ক্যাটরিনা-ভিকি। তাদের বৈবাহিক জীবন নিয়ে ভক্তদের প্রবল আগ্রহ থাকলেও ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে পছন্দ করে এই জুটি। মাঝেমাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ব্যক্তিজীবনের ঝলক শেয়ার করেন শুধু।

বিয়ের পর থেকেই চলছে ক্যাটরিনার গর্ভধারণ নিয়ে নানান জল্পনা। সম্প্রতি শোনা যাচ্ছে বলিউডের জনপ্রিয় এ তারকা দম্পতির কোলজুড়ে আসতে চলেছে নতুন অতিথি। ‘ক্যাটরিনা বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা’- এক প্রতিবেদনে এমন দাবি করে এনডিটিভি। তাদের ভাষ্যে দম্পতির ঘরে এ বছরের অক্টোবর–নভেম্বরের মধ্যেই নতুন অতিথি আসতে পারে।

গুঞ্জনের সূত্র ধরে জানা যাচ্ছে, এ কারণেই সম্প্রতি মিডিয়ার আড়ালে রয়েছেন ক্যাটরিনা। সন্তান জন্মের পর তিনি নাকি দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেয়ার পরিকল্পনা করেছেন, যাতে নবজাতকের যত্নে পুরোপুরি মনোযোগ দিতে পারেন। ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে ‘মেরী ক্রিসমাস’ সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন বিজয় সেতুপতি। বর্তমানে তার হাতে কোনো নতুন ছবির কাজ নেই।

ক্যাটরিনা বর্তমানে গণমাধ্যমের সামনে আসছেন না। দীর্ঘদিন ধরেই এ নিয়ে আলোচনা চললেও ক্যাটরিনা ও ভিকি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি।

গত কয়েক মাস ধরেই অভিনেত্রীর প্রকাশ্যে খুব কম দেখা মেলায় ভক্তদের কৌতূহল বেড়েছে। সম্প্রতি এক ভক্ত তাকে আলিবাগ যাওয়ার পথে নৌকায় ওঠার সময় হালকা সাদা ঢিলেঢালা পোশাকে দেখতে পান। অনেকেই ধারণা করেন, তিনি ইচ্ছাকৃতভাবে ঢিলেঢালা পোশাক পরেছেন বেবি বাম্প আড়াল করার জন্য। ওই সময় ভিকি কৌশলও সঙ্গে ছিলেন, তবে দুজনের কাউকেই মুখ খুলতে দেখা যায়নি এবিষয়ে।

পূর্বে ২০২৪ সালে ‘ব্যাড নিউজ’ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে ভিকিকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, গুড নিউজ আসলেই (সন্তানের খবর) আমরা খুব খুশি মনেই আপনাদের জানাবো। তবে আপাতত এসব গুঞ্জনের কোনো সত্যতা নেই। এখন ‘ব্যাড নিউজ’ উপভোগ করুন, আর যখন সত্যিই গুড নিউজ আসবে, আমরা সেটি অবশ্যই শেয়ার করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট