বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

আবারও শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পিএম

দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় ক্যারিয়ারে দুই বাংলাতেই সাফল্য পেয়েছেন তিনি, মিলেছে স্বীকৃতিও। সেই ধারাবাহিকতায় আরো একটি স্বীকৃতি পেলেন তিনি। জানা গেছে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাকে। এর আগে ২০২২ সালে প্রথমবার এ দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ধারাবাহিকভাবে সংস্থাটির সঙ্গে কাজ করে আসছেন তিনি। তার নতুন মেয়াদ আগামী দুই বছরের জন্য নবায়ন করা হয়েছে, যা ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে।

ইউএনডিপি মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে কাজ করে থাকে। শুভেচ্ছা দূত হিসেবে জয়া আহসানের দায়িত্ব হলো এসব লক্ষ্য অর্জনে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানো। বিশেষ করে দারিদ্র্য হ্রাস, লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি কাজ করবেন।

অভিনয়ের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও জয়া আহসানের সক্রিয় ভূমিকা দীর্ঘদিন ধরেই প্রশংসিত। ইউএনডিপি’র সঙ্গে তার এই যাত্রা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার