
এক সময় বেশ আলোচনায় ছিলেন অভিনয়শিল্পী নওশীন নাহরিন মৌ। উপস্থাপিকা হিসেবেও বেশ পরিচিতি পেয়েছিলেন। এখন অবশ্য তিনি দেশের বাইরেই থাকেন। তবে সর্বশেষ খবর হলো প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন তিনি। জানা গেছে দেশে তিনি অন্যরকম ব্যস্ত সময় কাটাচ্ছেন-কখনো সহশিল্পীদের বাসায় নিমন্ত্রণ খেতে যাচ্ছেন, কখনো স্কুলের বন্ধুদের বাসায় যাচ্ছেন, আবার কখনো আত্মীয়দের সঙ্গে দেখা করছেন।
এরইমধ্যে তার ব্যক্তি জীবন নিয়ে একটি আলাপচারিতা বেশ আলোচনায় এসেছে। একটি টেলিভিশনে অংশ নেয়া কথোপকথনে নিজের বর্তমান ব্যস্ততা, কাজ ও সংসার জীবন নিয়েও কথা বলতে গিয়ে তিনি এক মজার প্রসঙ্গ ভক্তদের শেয়ার করেছেন।
ওই অনুষ্ঠানে নওশীন বলেন স্বামী হিল্লোলকে বিয়ের পরেও ভাই বলে ডাকেন। কেন ভাই বলে ডাকেন সেই প্রশ্নের উত্তরে বলেন, নাম ধরে ডাকলে সে মাইন্ড করে। পছন্দ করে না। আমি তাকে নাম ধরে ডাকাটা আমারও ভালো লাগে না আসলে। আমি হয়তো অন্যের সামনে গিয়ে বলি যে ও, এটা, ওটা। কিন্তু ওই এই ওইও বলতে পারি না। আল্টিমেটলি হিল্লোল ভাইয়া। আর বড়দের সামনে মুরুব্বীদের সামনে তো ওই জিনিসটা আরো বলা হয় না। নাম ধরে ওরকম। আগে ডাকতাম না হিল্লোল ভাইয়া হিল্লোল ভাইয়া- ওটাই অভ্যাস হয়ে গেছে জানান তিনি।
মন্তব্য করুন